প্রীতি পোদ্দার, কলকাতা: এক সপ্তাহ আগে গত সোমবার ২০১৬ সালের এসএসসি (SSC) পরীক্ষায় যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনার জন্য আন্দোলনে বসেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের। আর সেই আন্দোলনের জন্য এসএসসি ভবনের কর্মীদেরও আটকে রাখা হয়েছিল। এমনকি সেখানে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আটকেছিল। পর পর দু’ রাত সংসদের ভবনেই কেটেছে তাঁর। যদিও পড়ে হাইকোর্টের মামলায় হাজিরা দেওয়ার জন্য তাঁকে রেহাই দেওয়া হয়। কিন্তু এই বিক্ষোভের আবহ কাটতে না কাটতেই ফের চাকরিহারাদের আরেক দাবি উঠে এল।
তালিকা থেকে নাম বাদ পড়ায় বিক্ষোভ!
কিছুদিন আগে স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে যোগ্য শিক্ষকদের একটি তালিকা প্রকাশিত করা হয়েছিল। এবং জেলায় জেলায় স্কুল পরিদর্শকদের কাছে সেই তালিকা পাঠানো হয়েছিল। এদিকে ওএমআরে গলদ থাকায় ‘যোগ্য’দের তালিকা থেকে আগেই বাদ গিয়েছে অনেকের নাম। এবং সেই নিয়ে গত বৃহস্পতিবার থেকেই তালিকায় নাম না-থাকা শিক্ষকেরা দফায় দফায় স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যার দরুন গতকাল সকালেও হাজরা মোড়ে নতুন করে আন্দোলন শুরু করলেন ‘অযোগ্য’রা। এরপর রাতে আবার এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেন আন্দোলনকারীরা।
তালিকা নিয়ে চাকরিহারাদের দাবি
আসলে গতকাল অর্থাৎ সোমবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কালীঘাটে তাঁর বাড়ির দিকে মিছিল করে যাচ্ছিলেন চাকরিহারারা। কিন্তু যতীন দাস পার্কের কাছে হাজরা মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। জানা যায় মুখ্যমন্ত্রী কলকাতায় নেই। আর তাই সেই প্রতিবাদে সেখানেই বসে পড়েন তাঁরা। কেউ কেউ পুলিশের গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তিও হয় তাঁদের। এরই মাঝে বেশ কয়েক জন চাকরিহারাকে আটক করে পুলিশের ভ্যানে তোলা হয়। তাঁদের দাবি, “সিবিআইও প্রমাণ করতে পারেনি আমরা অযোগ্য। তা হলে স্কুল সার্ভিস কমিশন কিসের ভিত্তিতে আজ আমাদের রাস্তায় বসিয়ে দিল?’’
ফের SSC ভবন ঘেরাও
এদিকে এই আবহে গতকাল রাতে আবার এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেন চাকরিহারারা। এবং তাঁরা ফের আটকে রাখে এসএসসি-র আধিকারিকদের। আর এই আন্দোলনের একটাই দাবি “স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে দেখা করতেই হবে। যতক্ষণ পর্যন্ত না চেয়ারম্যান দেখা করছেন, ততক্ষণ আধিকারিকদের ছাড়া হবে না!’’ জানা গিয়েছে বিক্ষোভের মাঝে পড়ে প্রায় ১৯ জন আধিকারিক আটকে গিয়েছে অফিসে। আন্দোলনকারীদের প্রতিনিধি জানায় , ‘‘আমরা বেশ কয়েক জন আধিকারিককে আটক করেছিলাম। তবে তার মধ্যে কয়েক জন পাঁচিল টপকে পালিয়ে যান। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’’
আরও পড়ুনঃ প্রতি মাসে নিশ্চিত ৯৩৭৫ টাকা আয়, LIC-র নতুন ফিক্সড ডিপোজিট স্কিমে দুর্দান্ত লাভ
এর আগে গত শনিবার, আন্দোলনরত চাকরিহারারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাতের দাবিতে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন। কিন্তু সেই সময় আবার ব্রাত্য বসু বাড়িতে ছিলেন না। এর পরেই মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন তাঁরা। যদিও পড়ে পুলিশ মারফত মন্ত্রীর থেকে সাক্ষাতের আশ্বাস পাওয়ার পরেই তাঁরা অবস্থান তুলে নেন। গতকালও তাই ঘটনা ঘটায় ফের মাথাচাড়া দিয়ে উঠল এই আন্দোলন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |