বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনামি ফুটবলারদের সঙ্গে নিয়েই কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে সুপার কাপের (Super Cup 2025) কোয়ার্টার ফাইনালে রুদ্ররূপ ধারণ করেছিল মোহনবাগান। এ আসরে নিজেদের জাত চেনানোর সুযোগ ছিল আলোচনার আড়ালে থাকা বাগান জুনিয়রদের।
সেইমতো সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান, সুহেল ভাটদের মতো ISL খেলা প্লেয়ারদের সাথে পায়ে পা মিলিয়ে কেরালা বধ করেছে সবুজ মেরুন। এদিন বাগানের দাপটের কাছে এক প্রকার মুখ থুবড়ে পড়েছিল দক্ষিণী ক্লাবের পারফরমেন্স। তবে প্রথম দিকে ভিন রাজ্যের ছেলেরাই আক্রমণে আসে। যদিও শেষ পর্যন্ত 2-1 গোলে মুখের হাসি চওড়া হয় গঙ্গা পাড়ের ক্লাব কর্তাদের।
সেমিতে কাদের বিরুদ্ধে নামছে মোহনবাগান?
রবিবার কোয়ার্টার ফাইনালের বাকি দুই ম্যাচ শেষ হওয়ার পরই প্রকাশ্যে আসে সুপার কাপ সেমি ফাইনালের পূর্ণাঙ্গ সূচি। সেই তালিকা অনুযায়ী, আগামী 30 এপ্রিল, বুধবার শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে দুপুর 4:30 মিনিটে মাঠে নামছে বাস্তব রায়ের মোহনবাগান। নির্ধারিত সূচি অনুযায়ী, এই ম্যাচ আয়োজিত হবে কলিঙ্গ স্টেডিয়ামে।
সেমির বাকি ম্যাচ কবে?
মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচের দিন অর্থাৎ বুধবারই রাত 8টায় মুম্বই সিটি এফসির বিপক্ষে মাঠে নামছে জামশেদপুর এফসি। কাজেই বলা যায়, আসন্ন বুধবার অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন দুপুর 4:30 থেকে রাত পর্যন্ত পরপর দুই হাই ভোল্টেজ ম্যাচ দেখার সৌভাগ্য হবে ফুটবলপ্রেমীদের।
অবশ্যই পড়ুন: পাকিস্তানের সাথে হাত মেলাল ভারতের ৩ শত্রু, ইজরায়েল ছাড়া দিল্লির পাশে কে?
কোথায় দেখা যাবে এই ম্যাচগুলি?
মোহনবাগান বনাম শক্তিশালী এফসি গোয়া হোক কিংবা মুম্বই সিটি এফসি বনাম জামশেদপুর এফসি, কলিঙ্গ সুপার কাপের সব ম্যাচই একেবারে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে JioHotstar অ্যাপ ও ওয়েবসাইটে। এছাড়াও টিভি চ্যানেল স্টার স্পোর্টস 3-তে এই ম্যাচ গুলির লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন দর্শকরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |