Indiahood-nabobarsho

DA-তে হবে সবথেকে বড় পরিবর্তন! বদলে যাবে গোটা গণিত, এল নয়া আপডেট

Published on:

8th pay commission DA

সহেলি মিত্র, কলকাতাঃ প্রত্যেক কেন্দ্রীয় সরকারি কর্মী এখন একটা জিনিসের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন। আর সেটা হল অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission)। সম্প্রতি ২ শতাংশ DA বেড়েছে সকলের। তবে কিছু অংশ কর্মী সরকারের এহেন সিদ্ধান্তে মোটেই খুশি নয়। যাইহোক, এখন সকলে অপেক্ষা করছেন অষ্টম বেতন পে কমিশনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ অর্থাৎ প্যানেল কবে গঠন হবে সে ব্যাপারে। তবে এখন আরও একটি নতুন তথ্য সামনে উঠে এসেছে। আর সেটা হল, অষ্টম বেতন পে কমিশন গঠন হলে ডিএ নিয়ে গণনাও আমূল বদলে যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ডিএ গণনা বদলে যাবে?

কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছিল। তারপর থেকে, বেতন প্যানেল গঠনের জন্য অপেক্ষা করা হচ্ছিল এবং এখন বেশ কয়েক মাস দেরি হওয়ার পর, কেন্দ্র অষ্টম বেতন কমিশনের শর্তাবলী (টিওআর) চূড়ান্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। সরকারি সূত্রে জানা গেছে, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে টিওআর ঘোষণা করা হবে এবং প্যানেলের চেয়ারম্যান এবং সদস্যদের নামও একই সাথে ঘোষণা করা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন/পেনশন সংশোধন প্রতি দশকে করা হয়, অর্থনৈতিক পরিস্থিতি, ক্রয় ক্ষমতা সহ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। জানা গিয়েছে, নতুন পে কমিশনে ডিএ গণনাতেও বিরাট বদল আসবে।

কেন্দ্রীয় কর্মীদের অপেক্ষার অবসান হতে চলেছে। মে মাসের শুরুতে অষ্টম বেতন কমিশনের প্যানেল গঠন করা হতে পারে। সরকার জানুয়ারিতেই এর সবুজ সংকেত দিয়েছিল। এখন অনেকেই একটা প্রশ্ন বারবার তুলছে, আর সেটা হল, নতুন পে কমিশন কবে গঠন হবে? সপ্তম বেতন কমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হচ্ছে। নতুন কমিশন ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। তবে, চূড়ান্ত রিপোর্ট আসতে ১৫-১৮ মাস সময় লাগতে পারে, যার অর্থ বাস্তবায়ন ২০২৭ সাল পর্যন্ত দেরি হতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মূল বেতনের সঙ্গে মিলে যাবে DA?

আরও একটি বিষয় নিয়ে এখন ভালো মতো ফিসফাস শুরু হয়েছে, আর সেটা হল, নতুন বেতন কমিশন এলে কি বর্তমান মহার্ঘ্য ভাতা (ডিএ) মূল বেতনের সাথে যোগ করা হবে, নাকি সবকিছু আগের মতো একই থাকবে? সূত্রের খবর, সরকার অষ্টম বেতন কমিশনে মহার্ঘ্য ভাতা গণনার পদ্ধতি পরিবর্তন করতে পারে। বর্তমানে, মহার্ঘ্য ভাতা AICPI-IW সূচকের ভিত্তিতে গণনা করা হয় এবং এর ভিত্তি বছর হল ২০১৬। সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের সাথে সাথে এটি পরিবর্তন করা হয়েছিল। আশা করা হচ্ছে যে যখন অষ্টম বেতন কমিশন কার্যকর হবেতখন সরকার একই বছর অর্থাৎ ২০২৬ সালকে নতুন বেস ইয়ার হিসেবে নির্ধারণ করতে পারবে। অর্থাৎ সেক্ষেত্রে শূন্য হয়ে যেতে পারে ডিএ। নয়া বেস ইয়ারের ভিত্তিতে ডিএ গণনা নতুন করে শুরু হবে।

আরও পড়ুনঃ মূল্যবৃদ্ধির বাজারে জোর ঝটকা! আজ থেকে দুধের দাম বাড়াল Mother Dairy

৬১% অবধি হতে পারে ডিএ?

বিশেষজ্ঞদের মতে, ডিএ ২০২৬ সালের জানুয়ারি নাগাদ ৬১% এ পৌঁছাতে পারে। যদি ভিত্তি বছর পরিবর্তন হয় তবে এই পুরানো ডিএ মূল বেতনের সাথে একীভূত করা যেতে পারে। তবে, এগুলো কেবলই জল্পনা। আসলে কতটা কী বাস্তবায়ন হতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর থাকবে সকলের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group