Indiahood-nabobarsho

১৪ বছরের কিশোরের কাছে ধরাশায়ী বাঘা বাঘা বোলার! IPL ইতিহাসে স্মরণীয় রেকর্ড বৈভবের

Published on:

14-year-old Vaibhav Suryavanshi sets a Huge record in IPL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের একার হাতে নাকানি চোবানি খাইয়েছে বিহারের কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। এদিন নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে বৈভব প্রমাণ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুধুই বড়দের খেলা নয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হ্যাঁ, প্রায়শই IPL নিয়ে একটি প্রচলিত প্রবাদ উঠে আসতো, তা হল IPL ছোটদের খেলা নয়। তবে সোমবাসরীয় ম্যাচে বৈভবের রুদ্রমূর্তি দেখার পর আর হয়তো এই প্রচলিত বাক্য চয়ন করবেন না কেউই। কারণ বাচ্চার হাতে মার খেয়ে গতকাল একেবারে মুখ লুকিয়ে মাঠ ছেড়েছে গুজরাত টাইটান্স। যেই দৃশ্য সত্যিই অবাক করার মতো! একই সাথে, নিজের অসামান্য দক্ষতা দেখিয়ে প্রশংসার ভেলায় ভেসেছেন বিহারের ভূমিপুত্র।

সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে বড় রেকর্ড

সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক ম্যাচে আউট হয়ে যাওয়ায় একেবারে কেঁদে ভাসিয়েছিলেন 14 বছরের বৈভব।মনে মনে রান না পাওয়ার আক্ষেপটা ছিল অনেক দিনই। তবে গুজরাতের বিরুদ্ধে মাঠে নেমেই সেই আক্ষেপ একেবারে ঘুঁচিয়ে নিয়েছেন সূর্যবংশী। এর আগেও বেশ কয়েকটি ম্যাচে ঝলক দেখিয়েছেন তিনি, কিন্তু গুজরাতের বিপক্ষে একেবারে ফুল শো তুলে ধরলেন ভারতের বিরল প্রতিভা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানলে গর্ব হবে, গতকাল প্রথম ইনিংসে ব্যাট করে রাজস্থান রয়্যালসকে 210 রানের লক্ষ্য বেঁধে দেয় গুজরাত। জবাবে ব্যাট করতে এসে ভারতীয় দলের তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়ালের সাথে ওপেনিং জুটিতে বিধ্বংসী মেজাজ ধরেন সূর্যবংশী। যদিও পরবর্তীতে দাদা যশস্বী আউট হয়ে গেলে নীতিশ রানার পর অধিনায়ক রিয়ান পরাগের সাথে বড় অংশীদারিত্ব জুড়ে শুভমন ব্রিগেডকে মিষ্টি ভঙ্গিতে ফিরতি পথ দেখান বৈভব।

এদিন তাঁর ব্যাট থেকে মাত্র 38 বলে 101 রানের বিরাট যোগদান পেয়েছিল RR। তবে সবচেয়ে অবাক করা বিষয়, GT-র ভয়ঙ্কর বোলিং আক্রমণের সামনে রুখে দাঁড়িয়ে 11টি ছয় ও 7টি চার হাঁকিয়েছিলেন 14 বছরের উদীয়মান তারকা। বলা বাহুল্য, গুজরাত বোলারদের রীতিমতো ভয় দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান বৈভব। তাতেই তৈরি হয়েছে রেকর্ড।

অবশ্যই পড়ুন: সেমিতে গোয়ার বিরুদ্ধে নামছে মোহনবাগান! কোথায়, কখন, কবে ফ্রিতে দেখবেন খেলা?

IPL-এ ইতিহাস বৈভবের

সোমের ম্যাচে গুজরাতের মতো শক্তিশালী দলের বিপক্ষে 101 রানের দুরন্ত ইনিংস খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করেছেন বিহারের বৈভব। জানিয়ে রাখি, গতকাল সেঞ্চুরির দৌলতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বয়সি এবং সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সূর্যবংশী।

সেই সাথেই ক্রিস গেইলের পর IPL ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি লিখলেন ভিন রাজ্যের এই প্রতিভা। সবশেষে বলতেই হয়, মাত্র 14 বছর বয়সকে পুঁজি করে বৈভব যে ক্রিকেট দেখিয়েছেন, তা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। একই সাথে বৈভবের এই কর্মকাণ্ড আরও একবার প্রমাণ করে দিল বয়স শুধুই সংখ্যা মাত্র।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group