Indiahood-nabobarsho

শুকিয়ে কাঠ নদী, সিন্ধুর জল আটকাতেই হাহাকার পাকিস্তানে! স্যাটেলাইটে দুর্দশার চিত্র

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ পর্যটকের মৃত্যুর যন্ত্রণা মাথায় রেখে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সিন্ধু জল বন্টন চুক্তি বাতিলের পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, সমস্ত পাকিস্তানিকে ভারত ছাড়ার নির্দেশ, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত সহ একাধিক কড়া সিদ্ধান্তে পড়শিকে একেবারে যোগ্য জবাব দিয়েছে দিল্লি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এমতাবস্থায়, সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করায় কোমর ভাঙার জোগাড় হয়েছে পাকিস্তানের। ভারতের তরফে জল না পেলে পাকিস্তানে যে হাহাকার তৈরি হবে এ কথা কথায় কথায় বুঝিয়ে দিয়েছেন সে দেশের প্রধানরা। সেই সাথেই নিয়মিত ওপার থেকে ভেসে আসছে নানান হুমকি। এহেন আবহে, স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল পাক মুলুকের করুণ দশা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারত কার্যত সিন্ধু নদী ও তার উপনদী গুলির জল বন্ধ করায় পাকিস্তানের একাধিক নদী ও খাল শুকিয়ে যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ভারত কঠোর অবস্থানে বহাল থাকলে আর কিছুদিনের মধ্যেই খরা পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম দিকের দেশে। যার জেরে ফসল চাষে বিরাট ক্ষতি হবে সেদেশের কৃষকদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৩ কঠোর সিদ্ধান্ত

কাশ্মীরে জঙ্গি হামলায় 26 জন নিরীহ ভারতীয়র মৃত্যুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছিলেন, একজনকেও ছেঁড়ে কথা বলা হবে না। সেই মতো সৌদি সফর সংক্ষিপ্ত করে দিল্লি পৌঁছতে শত্রু পাকিস্তানের বিপক্ষে একাধিক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। কূটনৈতিক ক্ষেত্রে পাকিস্তানকে জব্দ করতে 3 দামি পদক্ষেপ নিয়েছে দিল্লি। যার মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ 3 সেনাপ্রধানের সাথে দীর্ঘ বৈঠকের পর পাকিস্তানের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করে দেয় কেন্দ্র।

এরপরই দ্বিতীয় প্রত্যাঘাত হিসেবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করে ভারত। এবং তৃতীয় ক্ষেত্রে পাকিস্তানে ওষুধ রপ্তানি নিষিদ্ধ করে দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এমন কড়া পদক্ষেপে সে দেশের কৃষি ক্ষেত্র থেকে শুরু করে অর্থনৈতিক বাজার সবেতেই বিরূপ প্রভাব পড়ছে। আগামী দিনে ভারত নিজের জায়গায় অটল থাকলে পাকিস্তানের দুঃখে কাঁদতে হবে বিশ্ববাসীকে!

স্যাটেলাইটে ধরা পড়েছে পাকিস্তানের দুর্দশার চিত্র

সিন্ধু জল বন্টন চুক্তির অধীনে এতদিন ভারতের পশ্চিমাঞ্চলীয় নদীগুলি থেকে কমপক্ষে 80 শতাংশ জল পেতো পাকিস্তান। একই সাথে পূর্বাঞ্চলীয় নদীগুলি থেকে 20 শতাংশ জল যেত পশ্চিম দিকের দেশে। তবে কেন্দ্রের কড়া পদক্ষেপের পর স্থগিত হয়েছে সিন্ধু জল বন্টন চুক্তি। যার কারণে একেবারে বিপদের মুখোমুখি দাঁড়িয়েছে পাকিস্তান। অভিজ্ঞ অর্থনীতিবিদদের বক্তব্য, কৃষি পাকিস্তানের অর্থনীতির প্রধান মেরুদণ্ড। পাক জিডিপিতে অন্তত 20 শতাংশ অবদান রাখে এই কৃষি।

অবশ্যই পড়ুন: ১৪ বছরের কিশোরের কাছে ধরাশায়ী বাঘা বাঘা বোলার! IPL ইতিহাসে স্মরণীয় রেকর্ড বৈভবের

তবে ভারত থেকে জল বন্ধ হওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে সে দেশের কৃষক সমাজের। চরম আর্থিক ক্ষতির আশঙ্কায় দিনগুনছে পাকিস্তান সরকারও। কেন্দ্রের জল বন্টন চুক্তি বাতিল হওয়ায় পাকিস্তানের ওপর ঠিক কতটা প্রভাব পড়ল তা খতিয়ে দেখতে সম্প্রতি মারালা হেডওয়ার্কস স্যাটেলাইট ভিত্তিক কয়েকটি চিত্র সামনে এনেছে। যেই ছবিগুলিতে দেখা গিয়েছে, ভারত সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করার পর পাকিস্তানের নদী নালা গুলি একেবারে শুকিয়ে রাক হয়ে যাচ্ছে। যার প্রভাব যে পাকিস্তানের অর্থনীতিতে খুব বড়সড় ধাক্কা দেবে এ কথা বলাই বাহুল্য ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group