বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান (Pakistan) সম্পর্ক বিরাট ধাক্কা খেয়েছে। 26 জন নিরপরাধ পর্যটকের মৃত্যুর বদলা যে নেওয়া হবে সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মতো সিন্ধু জল বন্টন চুক্তি থেকে শুরু করে দ্বীপাক্ষিক বাণিজ্য বন্ধ, সবতেই কড়া অবস্থানে দিল্লি।
এহেন আবহে, পাকিস্তান থেকে উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, স্বাস্থ্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তান প্রধানের স্বাস্থ্য অবনতির খবর পেতেই অনেকেই বলছেন, ভারতের একাধিক কঠোর পদক্ষেপের কারণে চিন্তায় পড়ে গিয়েছিলেন শেহবাজ। আর এরপরই বিরাট ক্ষতির আশঙ্কায় শারীরিক অসুস্থতা বাড়ে তাঁর। শেষ পর্যন্ত, বিপদ এড়াতে হাসপাতালে ভর্তি করা হয় শেহবাজ। আর এই ঘটনার পরই প্রকাশ্যে এসেছে, পাক প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতার কারণ।
Pakistan Prime Minister is hospitalised? What happened to Mr Shahbaz Sharif? pic.twitter.com/H5j5Cp80WT
— Pramod Kumar Singh (@SinghPramod2784) April 28, 2025
ঠিক কী হয়েছে শেহবজা শরীফের?
পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘ বেশ কয়েকদিন যাবৎ স্বাস্থ্য জনিত সমস্যায় ভুগছিলেন শরীফ। খুব সম্ভবত অর্শ্ব জনিত রোগে ভুগছেন তিনি। আর সেই কারণে তাঁকে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি কেমন রয়েছেন সে খবর এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে সূত্র যা বলছে, পাইলস রোগে ভুগছেন তিনি। বর্তমানে তার চিকিৎসা চলছে। সম্ভবত শীঘ্রই অস্ত্রোপচার করা হতে পারে।
অবশ্যই পড়ুন: শুকিয়ে কাঠ নদী, সিন্ধুর জল আটকাতেই হাহাকার পাকিস্তানে! স্যাটেলাইটে দুর্দশার চিত্র
প্রধানমন্ত্রী সম্পর্কে কোনও তথ্য দিতে চাইছে না হাসপাতাল
গত 27 এপ্রিল পাইলস রোগের কারণে পাক সেনার হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিম দিকের দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি। সদ্য প্রকাশিত বেশ কয়েকটি নথি মারফত খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী কেমন আছেন সে তথ্য মিডিয়ার সামনে প্রকাশ করতে চাইছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |