Indiahood-nabobarsho

কাল থেকে ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে ঐতিহাসিক বদল আনছে রেল! না জানলেই বিপদ

Published on:

Indian Railways

প্রীতি পোদ্দার, কলকাতা: বিশ্বের যোগাযোগ ব্যবস্থার চতুর্থ নম্বরে আছে ভারতীয় রেল (Indian Railways)। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই পরিবহন ব্যবস্থায় মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। এই আবহে ভারতীয় রেলওয়ে বয়স্ক নাগরিক, মহিলা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য ট্রেন ভ্রমণকে আরও আরামদায়ক এবং সুবিধাজনক করতে বড় ধরনের পরিবর্তন ঘোষণা করতে চলেছে। আশা করা যাচ্ছে এই উদ্যোগের মাধ্যমে আগামী ১ মে থেকে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মাস পড়তেই শুরু হবে এই নিয়ম

ভারতের রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ১ মে থেকে ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে অনেক পরিবর্তন আনা হয়েছে। আগে ওয়েটিং টিকিটে স্লিপার বা এসি কোচে ভ্রমণ করার জন্য অনুমতি দেওয়া হত কিন্তু এখন থেকে সেই অনুমতি আর দেওয়া হবে না। আগামী ১ মে থেকে ওয়েটিং টিকিটে স্লিপার বা এসি কোচে ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হতে চলেছে। শুধু তাই নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে রেলওয়ে এখন এআই প্রযুক্তি ব্যবহার করে যাত্রীদের আসন বরাদ্দ করবে, তাতে ওয়েটিং লিস্টের সমস্যাও দ্রুতি সমাধান হবে। অর্থাৎ যাত্রা হবে আরও মসৃন।

অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড নিয়ে বড় সিদ্ধান্ত

তবে শুধু ওয়েটিং লিস্ট এর নিয়ম পরিবর্তন নয়, অগ্রিম রিজার্ভেশন পিরিয়ডের ক্ষেত্রেও নয়া পরিবর্তন আনা হয়েছে। আগে ১২০ দিন আগে টিকিট বুক করা যেত, কিন্তু আগামী ১ মে এই সীমা কমিয়ে ৬০ দিন করা হয়েছে। তবে নিয়মটি তাজ এক্সপ্রেস এবং গোমতী এক্সপ্রেসের মতো কিছু ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অন্যদিকে যাত্রীদের তৎকাল বা প্রিমিয়াম তৎকাল টিকিট নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। শুধু তাই নয় টিকিট বুকিং, বাতিলকরণ সঙ্গে সম্পর্কিত চার্জগুলিতেও বৃদ্ধি হতে পারে। ৪৮ ঘন্টা আগে বাতিলকরণের চার্জ এবং ROC টিকিট বাতিলের চার্জও বৃদ্ধি পাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ট্রেনের টিকিট বাতিলে বাড়তি চাপ

১২ ঘন্টা আগে ট্রেনের টিকিট বাতিল করলে মোট ভাড়ার ২৫% কাটা হবে এবং ৪ ঘন্টা আগে মোট ভাড়ার ৫০%। এব ৪ ঘন্টার কম সময় বা চার্ট গঠনের পরে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না।আগে, ওয়েটিং এবং RAC টিকিট বাতিলের ক্ষেত্রে অতিরিক্ত পরিষেবা চার্জ এবং কনভিনিয়েন্স ফি নেওয়া হত, যা এখন বাতিল করা হয়েছে। এখন শুধুমাত্র ন্যূনতম বাতিল করার চার্জ প্রযোজ্য হবে। তবে ওয়েটিং তালিকাভুক্ত এবং RAC টিকিটের জন্য কম খরচ করতে হবে। কিন্তু চার্ট তৈরির পরে নিশ্চিত টিকিট বাতিল করা যাবে না, যার জন্য টিডিআর (টিকিট ডিপোজিট রসিদ) অনলাইনে জমা দিতে হবে।

আরও পড়ুনঃ ১ মে থেকে জল দেওয়ার সময় পরিবর্তন! বড় সিদ্ধান্ত হাওড়া পুরসভার

তবে যদি কোনো যাত্রী শেষ মুহূর্তে তাদের ভ্রমণের পরিকল্পনা করেন তারা নতুন নিয়মের সুবিধা পেতে পারেন, কারণ কম বাতিলকরণের ফলে আসন খালি হতে পারে। পরিষেবা চার্জ তুলে দেওয়া হয়েছে, তাই বাতিলকরণ চার্জ থেকে রেলওয়ের আয় আগের তুলনায় কম হতে পারে। কিন্তু একদিন দিয়ে রেলের টিকিট দুর্নীতি দূর হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group