Indiahood-nabobarsho

গরমের ছুটিতেও চলবে অনলাইন ক্লাস! তৃতীয় সেমেস্টার নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা সংসদের

Published on:

wb school

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ অক্ষয় তৃতীয়া। আর আজ থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলে শুরু হচ্ছে গরমের ছুটি। চলতি মাসের শুরুর দিকে গরমের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে পড়ুয়াদের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে গরমের ছুটি ঘোষণা করেছিলেন। যদিও পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা দফতর। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে গরমের ছুটি শুরুর দিন ঘোষণা করা হলেও কবে শেষ তা স্পষ্ট করা হয়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় সমস্যায় পড়ুয়ারা

অর্থাৎ একথায়বলা যায় চলতি বছর রাজ্য সরকার অনির্দিষ্টকালের জন্যই গরমের ছুটি দিয়েছে। কিন্তু এই আবহে বেজায় সমস্যায় পড়েছেন উচ্চমাধ্যমিক স্কুলের পড়ুয়ারা। কারণ আগামী সেপ্টেম্বর মাস থেকেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার (WBCHSE 3rd Semester) শুরু হবে। তৃতীয় এবং চতুর্থ সেমেস্টার মিলিয়ে পরের বছরের উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন করা হবে। সিলেবাস শেষ করার জন্য হাতে সময় যদিও বা খুব কম। তার উপর আজ থেকেই আবার শুরু হচ্ছে ছুটি। তাই সেক্ষেত্রে এই সমস্যা মেটাতে বড় সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

দ্বাদশে অনলাইন ক্লাসের নির্দেশিকা

জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক পড়ুয়াদের পরীক্ষা প্রস্তুতিতে যাতে কোনও রকম অসুবিধা না হয়, সেই জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রসঙ্গে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পড়ুয়া ও শিক্ষকেরা নিজেদের মধ্যে আলোচনা করে ছুটির দিনে অনলাইন ক্লাসের সময় ঠিক করে নিতে পারবে।” এমনিতেও এখনও পর্যন্ত উচ্চমাধ্যমিকের বিভিন্ন ভাষায় লেখা বই স্কুলে না পৌঁছানোয় অনলাইনে ম্যাটিরিয়াল ডাউনলোড করেই পড়তে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। তাই সব দিক থেকেই চাপ পড়ুয়াদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ এই ৩ ইঞ্জিনিয়ারের বুদ্ধিতেই সিন্ধু যুদ্ধ জিতেছিল ভারত, স্বাক্ষরিত হয় জল বন্টন চুক্তিও

এদিকে হঠকারিতায় এত তাড়াতাড়ি গরমের ছুটি চালু করা নিয়ে প্রতিবারের মত এবারেও শুরু হয়েছে নানা বিতর্ক। শুধু তাই নয় অনলাইন ক্লাস নিয়েও শিক্ষক মহলের একাংশ নানা মত প্রেরণ করেছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, “উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশ দিলেও ছাত্রছাত্রীরাই অনলাইন ক্লাসে আগ্রহী নয়। বিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস করার আগ্রহ দেখালেও খুব কম ছাত্রছাত্রীরাই উপস্থিত থাকে।”কিন্তু এখনও পর্যন্ত শিক্ষাসংসদ এই উদ্যোগই রাখতে চাইছে। অন্যদিকে ছুটি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “আবহাওয়ার দিকে নজর রেখেই গরমের ছুটি নির্ভর করবে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group