Indiahood-nabobarsho

দিল্লিকে গুঁড়িয়ে শেষমেষ জয়ে ফিরেছে KKR, পয়েন্ট তালিকায় কতটা উন্নতি হল রাহানেদের?

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ যন্ত্রণা কাটিয়ে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালসকে 14 রানে নাস্তানাবুদ করে প্লে অফে পৌঁছনোর আশা ধরে রেখেছে KKR। অন্যদিকে টানা দ্বিতীয়বার হারের ম্যাচে নাম জড়িয়ে পয়েন্ট তালিকায় নতুন মোড় দিয়েছে DC। চলুন জেনে নেওয়া যাক কলকাতা বনাম দিল্লি ম্যাচের পর পয়েন্ট তালিকার চিত্রটা ঠিক কেমন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ব্যাট-বল দুই ক্ষেত্রেই জাত চিনিয়েছিলেন নারিন

মঙ্গলবার দিল্লি বাহিনীর বিপক্ষে মাঠে নামতেই একেবারে নিজের সেরাটা উজার করে দিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন। গতকাল তাঁর হাত ধরে ভাল ব্যবধানে জয়ে ফিরেছে নাইটরা। প্যাটেল বাহিনীর বিপক্ষে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে 2টি করে ছয় ও চার সহযোগে মাত্র 16 বলে 27 রান তুলেছিলেন নারিন।

ব্যাট হাতে দলকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বল হাতে একেবারে রণমূর্তি ধরেছিলেন রাসেল সতীর্থ। এদিন নারিনের কব্জির জোর দিল্লির 3 ব্যাটারকে ঘায়েল করে। বলে রাখি, নারিন ছাড়াও অনুকূল রয়, আন্দ্রে রাসেল, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তীরাও উইকেট তুলে খাতায় নাম লিখিয়েছিলেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পয়েন্ট তালিকায় কলকাতার অবস্থা

চলতি মরসুমে এ পর্যন্ত 10 ম্যাচের মধ্যে 5টি পরাজয় ও 4টিতে জিতে 9 পয়েন্ট নিয়ে তালিকার 7 নম্বরের জায়গা ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ, দিল্লির ম্যাচে জয়ের পরও সাত নম্বরই হয়েছে অজিঙ্কা রাহানের ঠিকানা। একইভাবে 10 ম্যাচের 6টিতে জয় ও 4 আসরে পরাজয় নিয়ে বর্তমানে 12 পয়েন্টে তালিকার চতুর্থ স্থানে দিল্লি ক্যাপিটালস।

তালিকায় বাকিদের অবস্থা

বর্তমানে 10 ম্যাচের 7 আসরে জয় ও 3টিতে দুর্ভাগ্যের কারণে 14 পয়েন্ট নিয়ে IPL 2025 তালিকার একেবারে মগডালে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, সিজনের শুরুতে একের পর এক ম্যাচে পরাস্ত হওয়া মুম্বই ইন্ডিয়ান্স 10 ম্যাচের 6টিতে জয় ও 4 আসরে পরাজয় নিয়ে 12 পয়েন্টে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, 9 ম্যাচের 6টিতে জয় ও 3টিতে পরাজয় নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শুভমন গিলের গুজরাত, 9 ম্যাচের 5টিতে জয় ও 3 আসরে পরাজয় নিয়ে 11 পয়েন্টে তালিকার পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস।

অবশ্যই পড়ুন: WBCS পরীক্ষায় বাধ্যতামূলক হল বাংলা, বিজ্ঞপ্তি জারি পাবলিক সার্ভিস কমিশনের

এছাড়াও 10 ম্যাচের 5টিতে জয় 5টিতে পরাজয় নিয়ে 10 পয়েন্টে তালিকার ষষ্ঠ স্থানে লখনউ সুপার জায়েন্ট পাশাপাশি 6 পয়েন্টে অষ্টম এবং নবম স্থানে রাজস্থান ও হায়দরাবাদ। বলা বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস 9 ম্যাচের 7 আসরে পরাজয় ও দুটি ম্যাচে জয় নিয়ে 4 পয়েন্টে তালিকার একেবারে তলানিতে অর্থাৎ 10 নম্বরে জায়গা পেয়েছে। যা মহেন্দ্র সিং ধোনিদের জন্য সত্যিই লজ্জার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group