Indiahood-nabobarsho

ফের নবান্ন অভিযানের ডাক বঞ্চিত চাকরিপ্রার্থীদের! পুলিশকে ইমেল করে হুঁশিয়ারি

Published on:

nabanna abhijan

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে বঞ্চিত চাকরিপ্রার্থীদের বেশ কয়েকটি সংগঠন মিলে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছিল। কিন্তু দু’দিন আগে তা সম্পূর্ণ স্থগিত করার সিদ্ধান্ত নেয় ঐক্যমঞ্চের সংগঠন। আসলে ভবানী ভবন, লালবাজার এবং হাওড়া পুলিশ কমিশনারেটের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে মঞ্চের নেতাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে, তাঁদের দাবিদাওয়ার ব্যাপারে সরকারকে জানানো হবে। যত দ্রুত সম্ভব যাতে তাঁদের সমস্যার সমাধান হবে, এমনই আশ্বাসও দিয়েছিলেন পুলিশকর্তারা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পুলিশকে ইমেল ঐক্যমঞ্চের

কিন্তু এত আশ্বাসের মাঝেও কোনো কাজই হল না। পুলিশ প্রশাসনের তরফে আন্দোলনের কোনো জবাব না মেলায় এবার তাই বড় সিদ্ধান্ত নিল চাকরিহারা ঐক্যমঞ্চের সংগঠন। জানানো হয়েছে এবার তাঁরা নবান্ন অভিযান করবে। এমনই হুঁশিয়ারি দিল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক‍্যমঞ্চ। সূত্রের খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার চাকরিহারা তরফে পুলিশ প্রশাসনকে ইমেল করা হয়েছে।

সেখানেই তুলে ধরা হয় নবান্ন অভিযানের ডাক দেওয়ার বিষয়টি। বলা হয়, গত ১৮ এপ্রিল তাদের সঙ্গে বৈঠক করে পুলিশ-প্রশাসনের বড় কর্তারা নবান্ন অভিযান স্থগিত করার আবেদন জানিয়েছিল। বলা হয় রাজ্যের মুখ‍্যসচিবের সঙ্গে আলোচনা করে দাবিদাওয়া পূরণের বিষয়টি জানানো হবে। কিন্তু এখনও কোনও ‘জবাব’ আসেনি পুলিশের তরফে। তাই চলতি সপ্তাহের মধ্যে কোনও পদক্ষেপ করা না হলে আবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মিছিলে পা মেলানোর আর্জি

এর আগে বঞ্চিত’রা যখন নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছিল তখন তাঁদের পাশে দাঁড়িয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’। শুধু তাই নয় নবান্ন অভিযানে পা মেলানোর জন্য সাড়া দিয়েছিল তিলোত্তমার বাবা মা-ও। বঞ্চিতদের আহ্বানে আরজি কর কাণ্ডে প্রতিবাদকারী জুনিয়র ডাক্তাররাও সামিল হওয়ার কথা জানিয়েছিল। ওই অভিযানে ধর্মতলা থেকে শুভেন্দু অধিকারী যোগ দেবেন বলে জানা গিয়েছিল। কিন্তু সবশেষে আরও একবার আন্দোলনে পা রাখতে চলেছে সংগঠন। আর সেখানে সকল সাধারণকে পা মেলানোর আর্জি আন্দোলনকারীদের।

আরও পড়ুনঃ KKR-কে জিতিয়েছেন এই ৩ তারকা! আগে থেকেই ছিল ছক, ফাঁস করলেন রাহানে

এদিন মঞ্চের অন্যতম আহ্বায়ক শুভদীপ ভৌমিক বলেন, ‘‘রাজ্য সরকারের লোকজন এখন মন্দির উদ্বোধনে ব্যস্ত। আমরা আর ১০-১২ দিন সময় দিলাম। ইমেল পাঠিয়েছি। জবাব না এলে এর মধ্যেই নবান্ন অভিযানের দিন ঘোষণা করা হবে।’’ মঞ্চের আরও এক নেতা দেবাশিস বিশ্বাস জানিয়েছেন যে, ‘‘আমরা পুলিশকে জানিয়েছিলাম যে আমরা মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসতে চাই। সেই বৈঠকে কোনও সমাধানসূত্র বেরিয়ে না এলে আমরা মাননীয়ার সঙ্গে বৈঠকে বসব। যার ফলে ২১ তারিখের নবান্ন অভিযান স্থগিত করা হয়েছিল। কিন্তু তা মানা হয়নি। ”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group