Indiahood-nabobarsho

আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি! বিকেলে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

Published on:

kolkata weather today

প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের শুরু থেকেই একটানা দাবদাহ (Weather Update) চলছিল রাজ্য জুড়ে। যার ফলে পশ্চিমের জেলা থেকে শহর কলকাতায়, গরমে নাজেহাল অবস্থা সকলের। বৈশাখের শুরুতে আবহাওয়া কম উত্তপ্ত থাকলেও কিছুদিন পরেই ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। তবে সোমবার থেকেই হাওয়া বদল হয়। এইমুহুর্তে দক্ষিণবঙ্গজুড়ে কালবৈশাখীর দাপট চলছে। কারণ দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং উত্তর-পূর্ব আসামে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় এবং কোমোরিন এলাকায় আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। এরপর বেলা বাড়তেই আরও ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে কলকাতার আকাশ। সঙ্গে শুরু হয়েছে ঝাঁপিয়ে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পরবর্তী আরও দু’-তিন ঘণ্টায় কলকাতা, হাওড়া ও সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। তাই এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। সঙ্গে বজ্রবিদ্যুতের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে ঝড়বৃষ্টির কারণে একধাক্কায় প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে গিয়েছে।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ সকাল থেকেই কলকাতা, হাওড়া ও সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েই চলেছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আগামীকাল বৃষ্টির পরিমাণ সর্বাধিক হবে। জানা গিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ফের নবান্ন অভিযানের ডাক বঞ্চিত চাকরিপ্রার্থীদের! পুলিশকে ইমেল করে হুঁশিয়ারি

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। কোনও কোনও জেলায় হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত। কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলায় এমনই পরিস্থিতি তৈরি হবে। তবে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের তুলনায় কম থাকবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group