ম্যাচ হারতেই রিঙ্কুকে জোড়া চড় কষালেন কুলদীপ, ব্যক্তিগত আক্রোশ? ফুঁসছেন KKR তারকা

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অধিনায়ক সুনীল নারিনের নেতৃত্বে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (KKR Vs DC)। ব্যবধান অল্প হলেও 14 রানই সম্মান বাঁচিয়েছে অজিঙ্কা রাহানেদের। আর এই ম্যাচেই 25 বলে 36 রানের ভরসাযোগ্য ইনিংস খেলেছিলেন নাইট শিবিরের মিষ্টি সদস্য রিঙ্কু সিং। তবে দলের জয়ের নেপথ্যে অবদান রেখেও ম্যাচ শেষ জোড়া থাপ্পড় হজম করতে হয়েছে তাঁকে! কিন্তু কেন? কলকাতার হয়ে আগ্রাসী ইনিংস খেলার কি এই পরিনাম পেলেন রিঙ্কু?

দিল্লি বোলারের হাতে চড় খেলেন রিঙ্কু!

ম্যাচের ফলাফল তখন প্রকাশিত। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে দিল্লির বিরুদ্ধেই শেষ হাসি হেরেছে কলকাতার ছেলেরা। এমতাবস্থায়, ম্যাচ শেষে কলকাতা ও দিল্লি দুই দলের প্লেয়াররা একে অপরের সাথে মুহূর্ত ভাগাভাগি করে নিচ্ছেন! চলছে নিখাদ খুনসুটিও। এহেন আবহে আচমকা রিঙ্কু সিংয়ের গালে পরপর দুটি চড় কষান দিল্লি ক্যাপিটালসের তারকা স্পিনার কুলদীপ যাদব। যেই দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হতেই হই হই পড়ে গিয়েছে নেট মহলে।

কেন রিঙ্কুকে চড় মারলেন কুলদীপ? প্রশ্ন তুলছেন ভক্তরা। সেই সূত্র ধরেই জানিয়ে রাখি, গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শেষে পরিচিত খেলোয়াড়দের সাথে মুহূর্ত ভাগাভাগি করে নিচ্ছিলেন KKR প্লেয়াররা। এমন সময়ে হাসি ঠাট্টার মাঝেই নিতান্তই মজার ছলে রিঙ্কুকে পরপর দুটি থাপ্পড় কষান কুলদীপ যাদব। টিম ইন্ডিয়া সতীর্থর হাতে জোড়া চড় খেয়ে মুখের হাসি উধাও হয়েছিল রিঙ্কুর। এই সময়ে তাঁকে বেশ গম্ভীর ভাবে থাকতে দেখা গিয়েছিল।

আর সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই কুলদীপকে চাঁচাছোলা ভাষায় জবাব দিচ্ছেন অনেকেই। বহু নেট নাগরিকের বক্তব্য, ঠাট্টার ছলে হলেও প্রতিপক্ষ প্লেয়ারের সাথে এমন আচরণ একেবারেই ঠিক নয়! কেউ কেউ আবার বলছেন, রিঙ্কুকে চড় মেরে সীমা লঙ্ঘন করেছেন কুলদীপ! তাঁকে নির্বাসন দেওয়া হোক! সব মিলিয়ে, দুই ভারতীয় ক্রিকেটারের খুনসুটিকে কার্যত সিরিয়াস ভাবেই নিয়ে ফেলেছেন নেট নাগরিকরা।

অবশ্যই পড়ুন: KKR-কে জিতিয়েছেন এই ৩ তারকা! আগে থেকেই ছিল ছক, ফাঁস করলেন রাহানে

প্রসঙ্গত, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খারাপ সময় কাটাচ্ছেন কুলদীপ। গতকাল KKR-র বিরুদ্ধে 3 ওভার বল করে 27 রান খরচ করেছেন ঠিকই, তবে ঝুলিতে ওঠেনি একটিও উইকেট। এখানেই শেষ নয়, আগের দুই ম্যাচে RCB ও LSG-র বিপক্ষেও বল ছুঁড়ে খাতায় শূন্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। এমন ঘটনার পর কুলদীপের উইকেট শূন্যতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি বহু নেট নাগরিক বলছেন, উইকেট না পাওয়ায় সেই রাগ রিঙ্কুর ওপর চাপিয়েছেন তিনি!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join