বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আরও বিগড়েছে। 26 জন নিরাপরাধ পর্যটকের মৃত্যুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দিয়েছিলেন কাউকে রেয়াদ করা হবে না। আর সেই কথা ধরে রেখেই ওদেশের সাথে একাধিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। সিন্ধু জল বন্টন চুক্তি থেকে শুরু করে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, পাক নাগরিকদের ভিসা বাতিল সহ একাধিক কড়া পদক্ষেপে অনড় দিল্লি।
একই ভাবে পাকিস্তানের তরফেও সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ করার মতো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিমুহূর্তে পাক মুলুক থেকে পরমাণু হুমকি দিয়ে যাচ্ছেন সে দেশের মন্ত্রীরা। এমতবস্থায়, সমাজ মাধ্যমে ভেসে এল একটি আবেগঘন পোস্ট (VIRAL VIDEO)। যেখানে দেখা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে নারাজ এক পাকিস্তানি সৈনিক কেঁদে ভাসিয়েছেন। সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চান না তিনি, কিন্তু তা সত্ত্বেও জেনারেল আসিম মুনির নাকি তাঁকে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য বাধ্য করছেন।
ভাইরাল ভিডিও
ভারত-পাকিস্তান যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! দুই দেশের মধ্যে উত্তেজনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় গা ভাসিয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, এক পাক নাগরিক নিজের চোখের জল আটকে রাখতে পারেননি। মুখ ঢেকে রেখে অঝরে কাঁদছেন তিনি। ভিডিওটি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করার পাশাপাশি তার ক্যাপশনে দাবি করা হয়েছে, ওই পাকিস্তানি সেনা জওয়ান নাকি ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চান না!
কিন্তু তা সত্বেও তাঁকে জোর করে সেনাবাহিনীতে থাকার নির্দেশ দিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। ভিডিওটির একেবারে শেষের দিকে ওই পাক সেনা কর্মীকে চোখ মুছতে দেখা যায়। যেই দৃশ্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বহু নেট নাগরিকের দোরগোড়ায়। ভিডিওটিতে ওই পাকিস্তানি সেনা কর্মীর চোখের জলই বলে দিচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলে কতটা ক্ষতি হবে সন্ত্রাসবাদের আশ্রয়দাতার!
Video coming from Pakistan. Pakistan army officer was captured on camera crying as he refused to be involved in war with India but General Asif Munir forced Pakistani soldiers.
As per the soldier “Pakistan Government and Asif Munir is corrupt”. pic.twitter.com/RAUTKM0wS2
— Gobi Farmer 🐸 (@Gobi_farmer) April 30, 2025
অবশ্যই পড়ুন: ম্যাচ হারতেই রিঙ্কুকে জোড়া চড় কষালেন কুলদীপ, ব্যক্তিগত আক্রোশ? ফুঁসছেন KKR তারকা
উল্লেখ্য, কাশ্মীরে জঙ্গি হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া হয়েছে ভারত। একাধিক ক্ষেত্রে সেদেশের সাথে সম্পর্ক ভেঙে শেহবাজ শরীফ সরকারকে যোগ্য জবাব দিচ্ছে দিল্লি। এহেন আবহে যুদ্ধ যুদ্ধ জিগির তুলেছে পাকিস্তানও! তবে যুদ্ধ বললেই কি যুদ্ধ হয়! পাক নাগরিকদের যুদ্ধের দাবির মাঝেই সেনাবাহিনী থেকে ইস্তফা দিয়েছেন হাজারেও বেশি পাক সেনা। মূলত ইস্তফা পত্র জমা দিয়ে পাকসেনা অফিসার থেকে শুরু করে জওয়ানরা জানিয়েছেন, জেনারেল আসিম মুনির একজন দুর্নীতি পরায়ণ! তাঁকে বরখাস্ত করা না হলে গণবিক্ষোভে নামবেন তাঁরা।
( ভিডিওটির সত্যতা যাচাই করেনি India Hood )
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |