বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারিতে অর্থপ্রাপ্তি নির্ভর করে ভাগ্যের ওপর! রাশিচক্রের পরিবর্তন ও শুভ সময় অনুযায়ী হয় লক্ষীলাভ। অনেকেই হয়তো ভাবেন, লটারি কেটে শুধুই লোকসান হয়, বাস্তবে কিন্তু তেমনটা নয়। জ্যোতিষ শাস্ত্র বলছে, প্রতি মাসেই লটারি প্রাপ্তির যোগ থাকে বেশ কিছু রাশির। আসন্ন মে মাসেও সেই নিয়মের অন্যথা হবে না। কোন কোন রাশির ভাগ্য ফিরবে মে-তে? রইল গোটা মাসের লটারি হরোস্কোপ (Lottery Horoscope)।
বৃষ রাশি
মে মাসে শুভ সময় চলবে বৃষ রাশির ব্যক্তিদের। এই সময়ে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করার সুযোগ হাতছাড়া করবেন না। তবে জ্যোতিষ বলছে, শুধুমাত্র মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত লটারিতে লক্ষ্মী লাভের সম্ভাবনা থাকছে বৃষ রাশির জাতক-জাতিকাদের। তবে শেষের দিকে সময় খুব একটা ভাল যাব না।
মিথুনের ভাগ্য কেমন?
অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, মে মাসে লটারি ভাগ্য খুব একটা খারাপ যাবে না মিথুন রাশির ব্যক্তিদের। তবে এই সময়ে মোটা টাকার লটারি থেকে বিরত থাকাই ভাল।
আর্থিক যোগ রয়েছে কর্কটের
কর্কট রাশির ব্যক্তিদের জন্য মে মাস বেশ শুভ হতে চলেছে। এই সময়ে লটারি প্রাপ্তির যোগও লক্ষ্য করা যাচ্ছে। তবে সেক্ষেত্রে অবশ্যই মে মাসের মাঝামাঝি সময়ে লটারি কাটতে হবে।
মাসের শুরুটা ভাল যাবে কন্যা রাশির
কন্যা রাশির ব্যক্তিদের জন্য মে মাসের শুরুর দিকটা অত্যন্ত শুভ হতে চলেছে। কাজেই এই সময়ে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতেই পারেন। তবে মে মাসের শেষের দিকে ভুলেও লটারি কাটতে যাবেন না।
লাভবান হবে ধনু রাশি
মে মাসের প্রত্যেক সপ্তাহে শুভ সময় লক্ষ্য করা যাচ্ছে ধনু রাশির ব্যক্তিদের। এই সময়ে লটারি কেটে কোটিপতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই লটারির নম্বর চয়ন করার সময় সচেতন থাকুন।
মকর
মকর রাশির ব্যক্তিদের জন্য মে মাসের মধ্যম ভাগ অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে লটারি কাটা যেতেই পারে। তবে বেশি টাকার লটারি থেকে দূরে থাকাই ভাল।
মীন
মীন রাশির ব্যক্তিদের জন্য মে মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে। আর্থিক যোগের পাশাপাশি কর্ম ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। একই সাথে লটারি কেটে লক্ষ্মী লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
ভাগ্য খুব একটা ভাল নয় এই রাশিগুলির
মেষ
মেষ রাশির ব্যক্তিদের জন্য মে মাসটা খুব একটা শুভ হবে না। কাজেই এই সময়ে লটারি কাটা থেকে বিরত থাকাই ভাল। তবে খুব ইচ্ছে করলে অল্প টাকার লটারি কেটে দেখতে পারেন।
সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের জন্য মে মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত অশুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। কাজেই এই সময় লটারি না কাটাই ভাল। তবে মাসের একেবারে শেষের দিকে লটারি কেটে দেখতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই অল্প টাকার লটারি কাটবেন।
তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের জন্য মে মাস একেবারে অশুভ। এই সময় লটারি কাটা থেকে দূরে থাকুন। লটারির পাশাপাশি অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়গুলি থেকে বিরত থাকাই ভাল।
অবশ্যই পড়ুন: এই ৩ ইঞ্জিনিয়ারের বুদ্ধিতেই সিন্ধু যুদ্ধ জিতেছিল ভারত, স্বাক্ষরিত হয় জল বন্টন চুক্তিও
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য মে মাস খুব একটা শুভ নয়। এই সময়ে লটারি প্রাপ্তির যোগ তো নেই, বরং লোকসানের সম্ভাবনা প্রবল। তাই মে মাসে লটারির প্রতি ঝোঁক দেখানো চলবে না।
( প্রতিবেদনটি প্রাপ্ত কিছু তথ্য ও জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। লটারি কাটা কিংবা অর্থ লগ্নী সংক্রান্ত যেকোনও বিষয় একান্তই ব্যক্তিগত। )
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |