Indiahood-nabobarsho

এবার দিঘা থেকে পুরী অবধি চলবে বন্দে ভারত! কোন রুট, ভাড়া কত? জানুন

Published on:

digha puri vande bharat

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার রেল যাত্রীদের জন্য রইল আরও এক সুখবর। এবার সে দিঘার জগন্নাথ মন্দির হোক কিংবা পুরীর জগন্নাথ মন্দির, সহজেই এবার আপনিও চাইলে দেখে নিতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কারণ এবার দিঘা থেকে পুরী এবং পুরী থেকে দিঘা অবধি শুরু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Digha Puri Vande Bharat)। শুনে চমকে গেলেন তো? তবে এমনটাই এখন কানাঘুষো শোনা যাচ্ছে। এদিকে এই ট্রেন চালু হয়ে গেল বাংলার রেল যাত্রীদের পোয়া বারো হবে সেটা বলাই বাহুল্য। যদিও এই বিষয়ে রেলের তরফে আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা হয়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এবার দিঘা-পুরী রুটে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস!

জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কিছু সময়ের মধ্যে দিঘা-পুরী এই জনপ্রিয় রুটে বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি হাইস্পিড এবং প্রিমিয়াম ট্রেনকে ছুটতে দেখা যাবে। আর ট্রেনের ভাড়াও হবে খুব সামান্যই। এই রুটে ট্রেন পরিষেবা যদি একবার শুরু হয়ে যায় তাহলে তা বাংলার মানুষের কাছে আশীর্বাদের থেকে কম কিছু হবে না। এমনিতে যত সময় এগোচ্ছে ততই বন্দে ভারত ট্রেনের ফ্যান ফলোয়িং বাড়ছে। এই ট্রেন এক কথায় আসার পর থেকেই ভারতীয় রেলের ইতিহাসকেই বদলে রেখে দিয়েছে। এখন মানুষ আরও ট্রেনে বেশি করে ট্রাভেল করছেন। বর্তমানে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ১৩৬টি পরিষেবা বিশাল নেটওয়ার্কে চালু রয়েছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে দিঘা থেকে পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনও চালু করতে পারে রেল বলে খবর।

দীঘা থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রুট কী হতে পারে?

দিঘা থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি খড়গপুর জংশনের ওপর দিয়ে যেতে পারে। সূত্রের খবর, দিঘা-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ৮ ঘণ্টারও কম সময়ে ৫৪৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এটি হবে এই রুটের দ্রুততম ট্রেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

স্টপেজ কী হতে পারে?

এবার আসা যাক ট্রেনটির স্টপেজ কী হতে পারে সে ব্যাপারে। জানা গিয়েছে, যাত্রাকালে ট্রেনটি তমলুক, খড়গপুর জংশন, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, খুরদার মতো গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াতে পারে। সপ্তাহে ছয়দিন এই ট্রেন চালানোর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ মাত্র ৮০০ টাকায় হাওড়া থেকে মুম্বই! নয়া অমৃত ভারত চালাবে রেল, জানুন রুট ও সময়

ভাড়া ও সময়সূচী

এবার জেনে নেওয়া যাক সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। সেগুলি হল কোচ কয়টি হবে, ভাড়া কত কিংবা সময়সূচী কী হবে। সূত্রের খবর, দিঘা থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে আটটি কোচ থাকবে। থাকবে ১টি এক্সিকিউটিভ এসি ও ৭টি এসি চেয়ার কারে থাকার ব্যবস্থা। দিঘা থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণের ভাড়া এসি চেয়ার কারের জন্য প্রায় ১৩০০ টাকা এবং এক্সিকিউটিভ এসির জন্য ২২০০ টাকা হবে বলে মনে করা হচ্ছে। দিঘা থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি দিঘা থেকে সকাল ৬টা নাগাদ ছাড়বে এবং পুরী পৌঁছবে দুপুর ২টো নাগাদ। এরপর ফিরতি পথে ট্রেনটি পুরী থেকে বিকেল ৫টায় ছেড়ে দিঘা পৌঁছবে রাত ১১টা নাগাদ। আবারও জানিয়ে রাখি, এই বিষয়ে রেলের তরফে কোনওরকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group