সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার নিত্যযাত্রীদের এবার বহুদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। হ্যাঁ, বহু প্রতিক্ষার পর পূর্ব-পশ্চিম মেট্রোর (Kolkata Metro) চাকা গড়াবে। জানা যাচ্ছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টানা মেট্রো চলবে। আর এর জন্য রেলওয়ে সেফটি কমিশনার ইতিমধ্যেই ছাড়পত্র দিয়ে দিয়েছে। আর এখন শুধু হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। খুব সম্ভবত মে মাসের মধ্যেই যাত্রা শুরু করতে চলেছে এই রুটের মেট্রো।
মাত্র 30 টাকায় হাওড়া থেকে সল্টলেক
সূত্রের খবর, নতুন এই রুটে যাত্রা করতে যাত্রীদের সর্বোচ্চ 30 টাকা গুনতে হবে। হ্যাঁ, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত 16.5 কিলোমিটার রুট পেরোতে সময় লাগবে 35 মিনিট। এতদিন যেখানে বাসে বা অন্য কোন গাড়িতে এই পথ পাড়ি দিতে দেড় ঘন্টার বেশি সময় লাগতো এবং ভাড়াও দিতে হতো অনেকটা বেশি।
ভাড়ার কাঠামো কেমন?
মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই রুটে ভাড়া কিলোমিটার স্ল্যাবে গণনা করা হবে। অর্থাৎ, 0 থেকে 2 কিলোমিটার পর্যন্ত 5 টাকা, 2 থেকে 5 কিলোমিটার পর্যন্ত 10 টাকা, 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত 20 টাকা এবং 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত 30 টাকা। আর সেই সূত্র ধরে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত 30 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
একেবারে যুক্ত হচ্ছে শহরের দুই প্রান্ত
প্রসঙ্গত জানিয়ে রাখি, নতুন এই মেট্রো রুট হাওড়া এবং সল্টলেককে একসঙ্গে জুড়ে দেবে। এতদিন করে দুটি অংশ আলাদাভাবে চালু ছিল। একদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, আবার অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। আর এবার দুই সেকশন একসঙ্গে যুক্ত হচ্ছে। ফলে তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর।
আরও পড়ুনঃ ফের এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন আম্বানি, আদানির অবস্থা কেমন? দেখুন তালিকা
সাধারণ যাত্রীদের বিরাট সুবিধা
এই নতুন রুট চালু হলে সবথেকে বেশি সুবিধা পাবেন নিত্যযাত্রীরা। বিশেষ করে অফিসগামী এবং স্কুল-কলেজের পড়ুয়ারা, যারা ভিড়ে ঠাঁসা লোকাল ট্রেনে হাওড়া বা শিয়ালদহ এসে সল্টলেক বা বাইপাস অঞ্চলে দীর্ঘক্ষন বাসের জন্য অপেক্ষা করত। আর এবার তারা সরাসরি মেট্রো ধরে নির্ধারিত গন্তব্যে পৌঁছে যেতে পারবে, এমনকি খুব কম খরচে।