নতুন মাসের শুরুতেই দাম কমল রান্নার গ্যাসের, স্বস্তিতে আমজনতা

Published:

Updated:

lpg gas cylinder price hike
Follow

সহেলি, মিত্র, কলকাতা: মে মাস শুরু হওয়ার আগেই মিলল বিরাট সুখবর। মুদ্রাস্ফীতির বাজারে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন সাধারণ মানুষ। ফের বেশ খানিকটা দাম কমল গ্যাসের (Lpg Price)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ ১মে থেকে লাগু হবে নতুন দাম। এক ধাক্কায় সিলিন্ডার পিছু দাম কমেছে ১৭ টাকা অবধি। এর ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে সেটা বলাই বাহুল্য। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কোন জায়গায় কত টাকায় মিলছে গ্যাস।

দাম কমল গ্যাস সিলিন্ডারের

খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (এনডিএনই) দাম কমানোর কথা ঘোষণা করেছে। বুধবার মধ্যরাতের থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে নতুন দাম। এখন নিশ্চয়ই ভাবছেন যে কত টাকায় গ্যাস মিলবে বা দামই বা কত টাকা কমানো হয়েছে? জানা গিয়েছে, আজ থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারপিছু দাম ১৭ টাকা কমে হচ্ছে ১৮৫১.৫০ টাকা।

তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের (এনএসডিসি) সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। বর্তমানে কলকাতার ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য ৮৭৯ টাকা। ১ মে, অর্থাৎ শ্রমিক দিবসে, কোম্পানিগুলি ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৪.৫ টাকা কমিয়ে গ্রাহকদের বড় স্বস্তি দিয়েছে। দাম কমানোর পর, ১ মে থেকে, এই সিলিন্ডারটি রাজধানী দিল্লিতে ১৭৪৭.৫০ টাকায় পাওয়া যাবে। আগে এর জন্য ১৭৬২ টাকা দিতে হত। কলকাতায় সিলিন্ডারের দাম ১৭ টাকা কমে ১৮৫১.৫০ টাকা হয়েছে।

স্বস্তিতে সাধারণ মানুষ

উল্লেখ্য, এর আগে মার্চ মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম ছিল ১,৯১৩ টাকা। এরপর এপ্রিলের গোড়া থেকে সেই দাম কমে দাঁড়িয়েছিল ১,৮৬৮ টাকা ৫০ পয়সা। সাড়ে ৪৪ টাকা দাম কমছিল। ৮ এপ্রিল গার্হস্থ্য এলপিজি গ্যাসের দাম আপডেট করা হয়েছিল। তখন সরকার ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়েছিল। প্রায় এক বছর পর এই বৃদ্ধি ঘটে। ১ এপ্রিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন আনা হয়েছিল। মুম্বাইতে ১৭১৩.৫০ টাকার পরিবর্তে ১৬৯৯ টাকা দিতে হবে।

আরও পড়ুনঃ ৯০০ টাকারও কম, আজ রিচার্জ করলে ১১ মাস ফ্রি! Jio-র প্ল্যানে কুপোকাত Airtel, VI

এখন চেন্নাইতে এই সিলিন্ডারটি ১৯২১.৫০ টাকার পরিবর্তে ১৯০৬ টাকায় পাওয়া যাবে। প্রতি মাসের প্রথম তারিখে, তেল কোম্পানিগুলি সকাল ৬ টায় দাম পরিবর্তন করে। কিন্তু এবার এই পরিবর্তনটি সকাল ৭.৩০ টার দিকে করা হয়েছে। এর ফলে মনে হচ্ছিল যে এবার কোম্পানিগুলি প্রথম তারিখের পরিবর্তে দ্বিতীয় তারিখ থেকে এই পরিবর্তনটি করতে পারে। অন্যদিকে, গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join