প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: গত সপ্তাহে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ জুড়ে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। আর এই ২৬ জন নিরীহ পর্যটকদের মৃত্যু রীতিমত পাকিস্তান এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কারণ হয়ে উঠেছে। যদিও পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় তাদের কোনও হাত নেই, এমনই দাবি করে আসছে পাকিস্তান। তবে ভারত এই ঘটনায় ইসলামাবাদকেই দায়ী করেছে। তাইতো সিন্ধু জলবণ্টন চুক্তি এবং পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে ভারত।
বিমান পরিষেবা বাতিল করল পাকিস্তান
ভারত একের পর এক কড়া পদক্ষেপ নিতে থাকায় এবার পাকিস্তানের (Pakistan) চোখে মুখে ভেসে উঠল ভয় এবং আতঙ্কের ছাপ। কোনওভাবেই যে ভারতকে যুদ্ধের সময় পাল্লা দেওয়া যাবে না, তা ভালো করেই জানে পাকিস্তান। তাই এবার নিজেদের নিরাপত্তার কারণে ভারতের বাহিনী-তৎপরতার মধ্যেই বিমান পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নিল পাকিস্তান। গিলগিট, স্কার্দু ও পাক-অধিকৃত কাশ্মীরের উত্তরাংশ থেকে বিমানের যাতায়াত বাতিল করা হয়েছে। সূত্রের খবর, করাচি ও লাহোর থেকে স্কার্দুগামী দু’টি বিমান বাতিল করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। ইসলামাবাদ থেকে স্কার্দুর দুটি বিমান ও ইসলামাবাদ থেকে গিলগিটের চারটি বিমান পরিষেবাও বাতিল করা হয়েছে।
তড়িঘড়ি বৈঠক পাকিস্তানের তথ্যমন্ত্রীর
অন্যদিকে যখন তখন ভারতের তরফ থেকে হামলা ধেয়ে আসতে পারে জেনে গত মঙ্গলবার গভীর রাতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, “বিশ্বাসযোগ্য এক গোয়েন্দা-সংস্থা থেকে তথ্য পেয়েছি যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে। যদি এমন কোনও পদক্ষেপ করে, তবে পূর্ণ শক্তি নিয়ে তার জবাব দেওয়া হবে।” এদিকে এই আবহে গতকাল নয়াদিল্লি, পহেলগাঁও কাণ্ডে আরও কড়া পদক্ষেপ নিয়েছে। পাক সংস্থার কোনও বিমান এখন থেকে আর ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র।
আরও পড়ুনঃ ভারত পাকিস্তানের যুদ্ধ হলে কোন পক্ষ নেবে সৌদি থেকে UAE, কাতার! জানুন
প্রসঙ্গত, গতকাল ‘নোটিস টু এয়ার মিশন’ জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। তাতে বলা হয়েছে, “পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে।” মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশিয়ানিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য পাকিস্তানের বিমান ভারতের উপর দিয়ে যাতায়াত করে থাকে। সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় এ বার ইসলামাবাদকে সমস্যায় পড়তে হবে। যাত্রাপথ দীর্ঘ হওয়ার ফলে খরচ বাড়বে। সময় বেশি লাগবে এবং বাড়তে পারে টিকিটের দামও।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |