বন্ধ হবে বিনামূল্যে রেশন দেওয়া? রাজ্যগুলিকে চরম ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Published:

ration system
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ দেশের রেশন (Ration) ব্যবস্থা নিয়ে বড় কথা বলল সুপ্রিম কোর্ট। বর্তমান সময়ে দেশের কয়েক কোটি মানুষ হয় বিনামূল্যে নয়তো কিছু টাকার বিনিময়ে সরকারের ঘর থেকে রেশন পাচ্ছেন। এদিকে বিপুল পরিমানে রেশন দেওয়ার জন্য কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা যে চাপছে সেটা বলাই বাহুল্য। তবে এসবের মাঝেই বিনামূল্যে রেশন বিতরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

রেশন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের

দেশের শীর্ষ আদালত বলেছে যে রাজ্যগুলির পক্ষে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশন পাওয়া খুব সহজ। এতে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে, কিন্তু এর বোঝা করদাতাদেরকেই বহন করতে হবে। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ ৩০ এপ্রিল বুধবার এই মন্তব্য করেছে। শীর্ষ আদালতের বক্তব্য, যে কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো নির্মাণের মতো কাজগুলি বিনামূল্যে রেশন বিতরণের মতোই গুরুত্বপূর্ণ। বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, ‘এখন ২০২৫ সালেও কি আমরা ‘দারিদ্র্য’র তকমা বহন করছি? রাজ্যগুলি বলছে যে আমরা রেশন কার্ড দিতে প্রস্তুত, বিনামূল্যে রেশন দিতে প্রস্তুত, যদি কেন্দ্র তা সরবরাহ করে। কেন্দ্র দেবে, কিন্তু কত টাকার বিনিময়ে? সব বোঝা কিন্তু শেষমেষ সেই করদাতাদের ওপরেই গিয়ে পড়ছে এবং আগামী দিনে পড়বে। পরিকাঠামো এবং কর্মসংস্থান তৈরির জন্য টাকা কোথা থেকে আসবে? এগুলোও এমন কিছু বিষয় যার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন।’

একের পর এক প্রশ্নবাণ বিচারপতির

বিচারপতি সূর্যকান্ত জিজ্ঞাসা করেছিলেন যে দেশ কি ২০২৫ সালেও দারিদ্র্যের একই স্তরে আটকে থাকবে যেমন ২০১১ সালে ছিল, যখন শেষ আদমশুমারি পরিচালিত হয়েছিল? এ বিষয়ে আবেদনকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, ‘গত দশকে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দরিদ্র মানুষের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।’ পূর্ববর্তী এক শুনানিতে, সুপ্রিম কোর্ট বলেছিল যে খাদ্য নিরাপত্তার সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান হল কর্মসংস্থান সৃষ্টি করা।

আরও পড়ুনঃ একধাক্কায় ২৩০০ টাকা দর পতন সোনার, রুপোও শোনাচ্ছে সুখবর! আজকের রেট

আদালতে অভিবাসী শ্রমিকদের খাদ্য সুরক্ষা সম্পর্কিত একটি মামলার শুনানি চলছিল। আবেদনে কোভিড-১৯-এর সেকেন্ড ওয়েভের সময় পরিযায়ী শ্রমিকদের জন্য খাদ্য নিরাপত্তা, নগদ অর্থ স্থানান্তর এবং অন্যান্য কল্যাণমূলক ব্যবস্থা নিশ্চিত করার জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল রেশন সম্পর্কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join