Indiahood-nabobarsho

অ্যাকাউন্টে ঢুকবে তিন মাসের অতিরিক্ত টাকা, DA বাড়ল বিদ্যুৎ দফতরের কর্মীদের

Published on:

government employee DA

সহেলি মিত্র, কলকাতাঃ মে মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিরাট সুখবর পেলেন কয়েক হাজার সরকারি কর্মী। বিশেষ করে আপনিও যদি বিদ্যুৎ দফতরে কর্মরত হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। এবার রাজ্য সরকার কেন্দ্রের পথে হেঁটে বহু কর্মীর ডিএ (DA) বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করল। বিশেষ করে রাজ্য বিদ্যুৎ দফতরে কর্মরতদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করল সরকার। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

DA বাড়ল বিদ্যুৎ দফতরের কর্মীদের

না তবে বাংলার না, ছত্তিশগড় রাজ্য বিদ্যুৎ কোম্পানিতে কর্মরত কর্মচারী, কর্মকর্তা এবং পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি করেছে। রাজ্যের বিষ্ণুসাই সরকার এই কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ২ শতাংশ বৃদ্ধি করেছে, যার পরে মহার্ঘ্য ভাতা ৫৩% থেকে বেড়ে ৫৫% হয়েছে। জানা গিয়েছে, নতুন হারগুলি ১ জানুয়ারি, ২০২৫ থেকে প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে, জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত বকেয়া পাওনা পাওয়া যাবে। এর ফলে প্রায় ১৮ হাজার কর্মচারী উপকৃত হবেন। পেনশনভোগীরাও উপকৃত হবেন। কোম্পানির ব্যবস্থাপনার পক্ষ থেকে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির বিষয়ে একটি আদেশও জারি করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মিলবে বকেয়া টাকাও

সরকারি সূত্রে খবর, নতুন হার ১ জানুয়ারি, ২০২৫ থেকে প্রযোজ্য হবে। ফলে মাঝে থাকছে ৩টে মাস তাই জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বকেয়া পরিশোধ করা হবে এপ্রিল, মে এবং জুন মাসে। মোট তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হবে। এর মাধ্যমে, কর্মীরা প্রতি মাসে কিছু অতিরিক্ত টাকা পাবেন। ২০২৫ সালের এপ্রিল মাসের বেতনের সাথে এক মাসের বকেয়া বেতন দেওয়া হবে, যা মে মাসে মিলবে। স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্তকে ঘিরে সকলের মধ্যে খুশির হাওয়া বইছে।

আরও পড়ুনঃ অবশেষে জল্পনা কাটল! DA-সহ এবার মাইনে ঢুকল ‘যোগ্য’ শিক্ষকদের অ্যাকাউন্টে

এদিকে সরকারের এহেন ঘোষণার জেরে কিছু সংখ্যক পেনশন প্রাপকও লাভবান হবেন। জানা গিয়েছে, যেসব কর্মকর্তা বা কর্মচারী ২০২৫ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে অবসর গ্রহণ করবেন, তাদের অবসর গ্রহণের মাসেই এই বকেয়া ডিএ সম্পূর্ণরূপে এককালীনভাবে দেওয়া হবে। বিদ্যুৎ কোম্পানিতে কর্মরত অনেক কর্মচারী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group