বিক্রম ব্যানার্জী, কলকাতা: কুচুটে বুদ্ধি এঁটে ভারতকে ফাঁপরে ফেলার চেষ্টা করেছিল সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তান (Pakistan)! পাক মদদপুষ্ট জঙ্গিদের হাতে প্রাণ গিয়েছিল 26 জন নিরীহ ভারতীয়র। আর এই নক্কার জনক ঘটনার পরই পাকিস্তানের সাথে একাধিক ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করেছে ভারত। সিন্ধু জল বন্টন চুক্তি থেকে শুরু করে দ্বিপাক্ষিক বাণিজ্য সহ একাধিক ক্ষেত্রে পশ্চিম দিকের দেশকে উচিত শিক্ষা দিয়েছে দিল্লি।
ভারতের এমন কড়া পদক্ষেপের পর পাকিস্তানের অবস্থা যে লেজে গোবরে হবে সে কথা বুঝে গিয়েছিলেন বহু সুবুদ্ধি সম্পন্ন নাগরিক। তবে সেসবের মাঝে সবচেয়ে বড় আঘাত হিসেবে সিন্ধু নদের জল নিয়ে একেবারে মাথায় আকাশ ভেঙে পড়েছে পাকিস্তানের। প্রতিমুহূর্তে সিন্ধু জল চুক্তি নিয়ে একাধিক হুমকি আসছে ওপার থেকে। কেননা, পাকিস্তানের কৃষি জমির সেচের অন্তত 80 শতাংশ ও খাদ্য উৎপাদনের জন্য 90 শতাংশ দায়ী সিন্ধু নদের জল। এমতাবস্থায়, চুক্তি বাতিলের ধাক্কার মাঝেই সেনা সমর্থিত খাল প্রকল্প নিয়ে বিপদ বেড়েছে প্রতিবেশীর।
সেনা সমর্থিত খাল প্রকল্প নিয়ে বিপদে পাক সরকার
পাকিস্তানের এই খাল প্রকল্পে মূলত বলা হয়েছিল পাক পাঞ্জাব প্রবেশ, সিন্ধু, বালুচিস্তানের 48 লক্ষ অনুর্বর জমিতে সেচের ব্যবস্থা করা হবে। সাধারণত খাল কেটে এই জমিগুলিতে জল দেওয়ার কথা জানানো হয়েছিল সেনা সমর্থিত প্রকল্পের দরুন। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, পাকিস্তানের এই প্রকল্পের সাথে জড়িত রয়েছে সেনা নির্ভর বেসরকারি সংস্থা জিপিআই।
খোঁজ নিয়ে জানা গেল, একেবারে প্রথম থেকে পাক সেনাদের এই খাল প্রকল্প নিয়ে তৈরি হয়েছিল নানান সমস্যা। সূত্রের খবর, জলপ্রবাহের কারণে দক্ষিণ পাঞ্জাবের চোলিস্তান অঞ্চলে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে সমস্যার জের একে একে পথে নেমেছেন অনেকেই। বর্তমানে ভারত সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করায় তীব্র জল সঙ্কট দেখা দিয়েছে পশ্চিম দিকের দেশে।
বিশেষজ্ঞদের মতে, সিন্ধ ইতিমধ্যেই প্রাপ্য অংশের থেকে 20 শতাংশ কম জল পায়। বিজ্ঞানীরা বলছেন, পাকিস্তানের এই প্রকল্পের কারণে পরিবেশগত ঝুঁকির সম্মুখীন হয়েছেন অনেকেই। গবেষকরা আশঙ্কা করছেন, মিষ্টি জল হ্রাস পাওয়ায় মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাবে। যার কারণে সিন্ধুর কৃষি একেবারে মুখ থুবড়ে পড়বে। আর এই দুরবস্থা বহাল থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়বে পাকিস্তানের গোটা অর্থনীতি।
অবশ্যই পড়ুন: ১৪ বছরেই কামাল! হার মানবে তাবড় তাবড় ব্যবসায়ীও! বৈভব সূর্যবংশীর মোট সম্পত্তি কত?
330 কোটির প্রকল্প বন্ধ করে পাক সরকার
চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজ ও পাক সেনাপ্রধান জেনারেল মুনিরের নেতৃত্বে সেনা সমর্থিত প্রকল্পটির উদ্বোধন হয়। আর এই উদ্বোধনের কাজ মিটতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত চলতি মাসের একেবারে প্রথম দিকে পাক সরকারের পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দিয়ে বলেন পাক সরকারকে আর সমর্থন করবেন না তাঁরা! আর এমন হাঙ্কারের পরই সেনাদের প্রশ্রয়ে উদ্বোধন হওয়া 330 কোটি ডলারের প্রকল্প বন্ধ করতে বাধ্য হয় শেহবাজ শরীফ সরকার। জানিয়ে রাখি, প্রকল্প বন্ধ হলেও আজও পাকিস্তানে অব্যাহত রয়েছে বিক্ষোভ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |