অ্যান্টিলিয়াকে টেক্কা, আম্বানির অট্টালিকার পাশেই এই বিল্ডিং কার?

Published:

Updated:

Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: মুম্বাইয়ের অল্টামাউন্ট রোড, যা ভারতের সবথেকে দামি এলাকাগুলির মধ্যে একটি। আর এখানেই দাঁড়িয়ে রয়েছে দেশ তথা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির রাজপ্রাসাদ অ্যান্টিলিয়া। হ্যাঁ, যার বাজার মূল্য 15 হাজার কোটি টাকা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, এই অ্যান্টিলিয়ার একেবারে পাশেই রয়েছে আরেকটি অট্টালিকা, যা কিনা অ্যান্টিলিয়াকেও ছাপিয়ে গিয়েছে।

হ্যাঁ, খোঁজ নিয়ে চালা গেল এই বিলাসবহুল অট্টালিকার নাম ‘লোধা আলটামাউন্ট’ (Lodha Altamount)। সূত্রের খবর, এটি একটি সুউচ্চ আবাসিক টাওয়ার, যা শুধুমাত্র একটি স্থাপত্য নয়, বরং বিলাসিতারও নিদর্শন। চলুন জেনে নেওয়া যাক, এই টাওয়ারটি কে তৈরি করেছেন, এর বিশেষত্ব কী এবং কেন এটি আলোচনার শিরোনামে।

অ্যান্টিলিয়ার পাশেই দাঁড়িয়ে রয়েছে লোধা আলটামাউন্ট

মুম্বাইয়ের ফরজেট হিল রোডের টারডেও অঞ্চলে অবস্থিত এই বিল্ডিংটিকে নির্মাণ করেছে লোধা গ্রুপ। এই টাওয়ারটি মোট 43 তলা, যেখানে রয়েছে 52টি বিলাসবহুল আবাসিক ফ্ল্যাট। এর প্রতিটি ইউনিটি তৈরি হয়েছে একেবারে আন্তর্জাতিক মানের উপর ভর করে, যার জেরে এটি দেশের সবথেকে ধনী ব্যক্তিদের পছন্দের তালিকায় একদম প্রথম সারিতে স্থান পেয়েছে।

এই লোধা গ্রুপের মালিক কে?

আসলে এই টাওয়ারের পিছনের মানুষটি হলেন মঙ্গল প্রভাত লোধা, যিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং শিল্পপতি। সূত্র বলছে, তিনি 1980 সালে মুম্বাইয়ে লোধা গ্রুপ প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই এই গ্রুপ ভারতের সবথেকে বড় রিয়েল এসেস্ট কোম্পানিতে পরিণত হয়েছে।

বর্তমানে মঙ্গল প্রভাত লোধার দুই ছেলে অভিষেক লোধা এবং অভিনন্দন লোধা, যারা পারিবারিক ব্যবসাতেই যুক্ত রয়েছেন। তাদের হাত ধরেই এই লোধা গ্রুপ তৈরি করেছে মুম্বাইয়ের ট্রাম্প টাওয়ার, দ্য পার্ক এবং বহু অভিজাত আবাসন প্রকল্প।

অ্যান্টিলিয়া বনাম লোধা আলটামাউন্ট

অ্যান্টিলিয়া, যা শুধুমাত্র আম্বানি পরিবারের জন্য নির্মিত একটি রাজপ্রাসাদের ন্যায় বাড়ি। সেখানে লোধা আলটামাউন্ট একটি বহুতলা আবাসিক টাওয়ার, যেখানে দেশের বহু নামিদামী ব্যক্তি ফ্ল্যাট কিনেছেন। সূত্র বলছে, অ্যান্টিলিয়া নির্মাণ করেছিলেন আমেরিকার আর্কিটেকচার ফার্ম পারকিনস অ্যান্ড উইল, যা ভূমিকম্প প্রতিরোধক ডিজাইন সহ বিভিন্ন তলা বিভিন্ন থিমে সাজানো হয়েছে।

আরও পড়ুনঃ বহু বিপর্যয়ের পর অবশেষে খুলল উত্তর সিকিমের দরজা! জানুন রাস্তা খোলার সময়

আর এদিক দিয়ে লোধা আলটামাউন্ট একটি 43 তলা বিল্ডিং, যা অ্যান্টিলিয়ার চেয়েও বড়। এমনকি প্রতিটি অ্যাপার্টমেন্টে রয়েছে সেলিব্রেটি ক্লাস। শুধু তাই নয়, এই বিল্ডিং-এ রয়েছে আন্তর্জাতিক মানের সিকিউরিটি। পাশাপাশি চমৎকার সি-ভিউ এবং শহরের স্কাইলাইন দৃশ্য দেখা যায় এই বিল্ডিং থেকে। 

রয়েছে সম্পদের ছড়াছড়ি

সূত্র বলছে, অল্টামাউন্ট রোড এখন আর শুধুমাত্র মুম্বাই নয়, বরং গোটা ভারতের বিলিয়নেয়ার রো হিসেবে পরিচিত। হ্যাঁ, এই রাস্তায় ফ্ল্যাট বা জমির দাম প্রতি বর্গফুটে 20 লক্ষ টাকারও বেশি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join