Indiahood-nabobarsho

রাজ্যপালের অনুমোদন, এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ-মানিকের বিরুদ্ধে তদন্তে ED

Published on:

CV Ananda Bose

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১৪ সালের টেটের ভিত্তিতে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ মামলায় ইতিমধ্যে ৩২ হাজার চাকরিজীবীর ভাগ্য ঝুলে রয়েছে আদালতে। এই আবহে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের ঘটনায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং মানিকের বিরুদ্ধে আগেই মামলা দায়ের করেছিল ইডি। কিন্তু সেই মামলার বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যপালের (CV Ananda Bose) অনুমোদন প্রয়োজন ছিল। এদিকে ২০২৩ সালের জুলাই মাসে CBI কে এই মামলায় অনুমোদন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার এই নিয়োগ দুর্নীতিতে তদন্তের জন্য ইডিকে সেই অনুমোদন দিয়ে দিলেন তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ED কে তদন্তে অনুমোদন দিলেন রাজ্যপাল

সম্প্রতি রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম দুই অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও মানিক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার বিষয়ে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ED কে অবশেষে অনুমতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল অর্থাৎ বুধবার ভারতীয় সংবিধানের ১৬৩ নং ধারা মেনে নিজের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপালের অনুমতি দেওয়ায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আরও ২ টি বিল পাশ

এদিকে রাজ্যপালের এই অনুমোদনের ভিত্তিতে হাতে যেন বিপুল ক্ষমতা চলে এল ED-র। অর্থাৎ রাজ্যের এই নিয়োগ দুর্নীতি মামলায় যে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে, টাকার বিনিময়ে অযোগ্যরা চাকরি পেয়েছেন, কত কোটি টাকার লেনদেন হয়েছিল, আর কোন বড় নেতা-মন্ত্রী ও আধিকারিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, সে বিষয়ে তদন্ত করবেন আধিকারিকরা। এছাড়াও, গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস যে দুটি বিলে সম্মতি দিয়েছেন সেগুলি হল, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণির জন্য কমিশন (সংশোধনী) বিল, ২০১৮ এবং হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন (সংশোধনী) বিল, ২০২১ ৷

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ পাকিস্তানে বাঁধল গৃহযুদ্ধ? মুখোমুখি সংঘর্ষে পাক সেনা-পুলিশ! ভাইরাল ভিডিও

অসুস্থতার মাঝেও কাজ রাজ্যপালের

অন্যদিকে রাজভবন সূত্রে জানা গিয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের স্ত্রী প্রাক্তন আইআরএস অফিসার সঞ্চিতা কুমারকে রাজ্যের তথ্য কমিশনার হিসেবে নিয়োগে অনুমতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এছাড়াও পশ্চিমবঙ্গ তথ্য কমিশনের তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে পুরুলিয়ার প্রাক্তন সাংসদ ড. মৃগাঙ্ক মাহাতোকে। কিছুদিন আগে অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু অসুস্থ থাকলেও, রাজভবনের কাজকর্মে কোনও খামতি রাখেননি তিনি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন (সংশোধনী) বিল ২০২৫-কে রাজ্য বিধানসভায় উপস্থাপনের জন্য সুপারিশ করেছেন রাজ্যপাল।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group