বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওপার বাংলায় শেখ হাসিনার পতনের পরই ভারতের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপের দাবি তুলেছিল বাংলাদেশের(Bangladesh) জনগণ! 4 দিনের মধ্যে কলকাতা দখল থেকে শুরু করে হিন্দু বিদ্বেষ, ভারতের বিরুদ্ধে একেবারে জাত শত্রুর ভূমিকায় দাঁড়িয়ে পদ্মা পাড়ের অন্তর্বর্তীকালীন সরকার! এদিকে পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারত-পাকিস্তান দ্বন্দ্ব মাত্রা ছাড়িয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রত্যাঘাত ক্রমশ খারাপ পরিণতির দিকে যাচ্ছে।
যেকোনও সময়ে বাঁধতে পারে যুদ্ধ! পরিস্থিতি যখন এমন ঠিক সেই সময়ে যুদ্ধ শুরুর জল্পনা উসকে দিল বাংলাদেশও। সম্প্রতি ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস আভাস দিয়ে রেখেছেন, ভারত-পাকিস্তান বিচ্ছেদের আবহে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পদ্মা পাড়ের দেশও! শান্তিতে নোবেল জয়ীর এমন মন্তব্যের পর প্রশ্ন উঠছে, তাহলে কি ভারত-পাকিস্তান যুদ্ধে নাক গলাবে বাংলাদেশ?
ভারতের সাথে যুদ্ধে জড়াতে চায় বাংলাদেশ?
চারিদিকে যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় সেনাদের আর্ত চিৎকার! যুদ্ধের আভাস বুঝেই দুই দেশের সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। আকাশে পাক খাচ্ছে ভয়ানক সব যুদ্ধ বিমান! এমতাবস্থায় আচমকা, উড়ে এসে জুড়ে বসল বাংলাদেশ! সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস যুদ্ধের প্রস্তুতি প্রসঙ্গে মুখ খুলেছেন। ওপার বাংলার প্রধান বলেন, যুদ্ধের প্রস্তুতিই একটা সময়ে যুদ্ধের দিকে পৌঁছে দেয়! আসলে যুদ্ধে আমার ঘোর আপত্তি রয়েছে।
অবশ্যই পড়ুন: পাকিস্তানে বাঁধল গৃহযুদ্ধ? মুখোমুখি সংঘর্ষে পাক সেনা-পুলিশ! ভাইরাল ভিডিও
তবে বর্তমান বিশ্বে পরিস্থিতি যা, যেভাবে প্রতিমুহূর্তে যুদ্ধের হুমকি আমাদের ঘিরে ধরছে, তাতে প্রস্তুতি না নিয়ে থাকাটা নিতান্তই বোকামো। আজকের সময়ে দাঁড়িয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ যেকোনও সময়ে শুরু হয়ে যেতে পারে! ইউনূস আরও বলেন, আজ সকালেই খবরে দেখেছি যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। খুব সম্ভবত গুজব। কিন্তু এরকম পরিস্থিতিতে বসবাস করতে হচ্ছে আমাদের।
কাজেই নিজেদের যুদ্ধের জন্য প্রস্তুত করাটাই সঠিক হবে! আর যদি প্রস্তুতি নিতেই হয় তাহলে আধাআধি নয়! একেবারে পুরোদমে শুরু হবে রণক্ষেত্রের তোরজোড়! বাংলাদেশ প্রধানের এমন মন্তব্যের পরই প্রশ্ন উঠছে, হলে কি ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ নিচ্ছে বাংলাদেশ? আর অংশ নিলে কি ভারতের বিপরীতে সন্ত্রাসবাদের ঢাল হয়ে দাঁড়াবে, ওপার বাংলার সরকার? উত্তর মিলবে সময়ের সাথে সাথে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |