সহেলি মিত্র, কলকাতা: অবশেষে কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের। একলাফে ডিএ (DA) বা মহার্ঘ্য ভাতা বাড়ল ৫%। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। নতুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি কর্মীরা যে এমন উপহার পাবেন কেউ হয়তো ভাবতেও পারেননি। কেন্দ্রীয় হারে তাঁদেরও ৫৫% হারে ডিএ প্রদান করতে হবে, এই দাবি দীর্ঘদিনের ছিল সরকারি কর্মীদের। অবশেষে সকলের সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী আরও ৫ শতাংশ হারে ডিএ দেওয়ার ঘোষণা করলেন। আর এর ফলে সকলের মহার্ঘ্য ভাতার পরিমাণ বর্তমানে ৫৫%-এ গিয়ে দাঁড়াল। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
৫% DA বাড়ল সরকারি কর্মীদের
আসলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সপ্তম বেতন কমিশনের আওতায় (7th Pay Commission) রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছেন । সরকার কর্মচারীদের ৫৫% মহার্ঘ্য ভাতা বা ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মধ্যপ্রদেশের হাজার হাজার সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলেন। ভোপালে মধ্যপ্রদেশ গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী মোহন যাদবের ঘোষণার পর, কর্মচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
মুখ্যমন্ত্রীর মতে, তাঁর সরকার রাজ্যের গেজেটেড অফিসারদের ভবিষ্যৎ এবং সুযোগ-সুবিধার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে মধ্যপ্রদেশের উন্নয়নের জন্য সকলে একসাথে কাজ করবেন। তিনি আরও বলেন, সরকারি প্রকল্পগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা প্রবৃদ্ধির ইঞ্জিনের মতো কাজ করে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান ডিএ
মুখ্যমন্ত্রী ডঃ যাদব বলেছেন যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এখন ভারত সরকারের কর্মচারীদের সমান ৫৫% ডিএ পাবেন। ডিএ বৃদ্ধির পর, বকেয়া অর্থ পাঁচটি সমান কিস্তিতে দেওয়া হবে। এই কিস্তিগুলি ২০২৫ সালের জুন থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে।
আরও পড়ুনঃ অ্যান্টিলিয়াকে টেক্কা, আম্বানির অট্টালিকার পাশেই এই বিল্ডিং কার?
শুধু তাই নয়, কর্মচারীরা ১ জুলাই, ২০২৪ থেকে ৩% অতিরিক্ত ডিএ এবং ১ জানুয়ারি, ২০২৫ থেকে ২% অতিরিক্ত ডিএ পাবেন। এর ফলে তাদের বেতন বৃদ্ধি পাবে। সরকারের এই সিদ্ধান্ত কর্মচারীদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে সেটা বলাই বাহুল্য।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |