Indiahood-nabobarsho

টাটা ন্যানোকে টেক্কা দিতে এল ইলেকট্রিক VF3! দাম ও ফিচার শুনলে তাক লাগবে

Published on:

VinFast VF3

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে দিনের পর দিন সাশ্রয়ী গাড়ির চাহিদা হু হু করে বাড়ছে। আর এখন তো ইলেকট্রিক গাড়ির চাহিদা আকাশছোঁয়া। কারণ এর রক্ষণাবেক্ষণ খরচ প্রায় নেই বললেই চলে, আর সাথে পরিবেশদূষণেরও কোনও ঝামেলা নেই। আর এবার সেই রাস্তায় হাঁটছে ভিয়েতনামের অটোমোবাইলস সংস্থা VinFast। জানা যাচ্ছে, ভারতের বাজারে এবার তারা নিয়ে আসছে তাদের সবচেয়ে দুর্মূল্য গাড়ি VinFast VF3।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ছোট, মজবুত এবং নজরকাড়া ডিজাইন

VinFast VF3 গাড়িটি দেখতে ছোট হলেও এর স্টাইল এবং প্রযুক্তির দিক থেকে তাবড় তাবড় গাড়িগুলোকে হার মানাবে। সূত্র বলছে, গাড়িটিতে মাত্র দুইজনের বসার ব্যবস্থা থাকবে। তবে কম্প্যাক্ট ডিজাইন হওয়ায় শহরের ভিরভাট্টা কিংবা ট্রাফিক, সবজায়গায় পুরো মাখনের মতো চলবে। গাড়িটি দেখতেও অনেকটা টাটা ন্যানোর মতো। এমনকি ডিজাইন আরও ফিউচারিস্টিক, আর রঙেও বেশ তাক লাগাচ্ছে।

একবার চার্জ দিলেই চলবে 200 কিলোমিটার

ইলেকট্রিক গাড়ি কেনার আগে সবথেকে বড় প্রশ্ন ওঠে – ব্যাটারি রেঞ্জ কত দেবে? তবে VinFast VF3 গাড়িটি সেই প্রশ্নের উত্তরে গ্রাহকদের স্বস্তি দিচ্ছে। জানা যাচ্ছে, একবার ফুল চার্জ দিলেই 215 কিলোমিটার ছুটবে এই ফোর-হুইলার। সবথেকে বড় ব্যাপার, মাত্র 5.5 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড তুলতে পারে এই গাড়িটি, যার ছোট গাড়ির মধ্যে এক কথায় অনবদ্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ফিচার শুনলে চমক লাগবে

সস্তার গাড়ি মানেই ফিচার ঘাটতি! এমনটাই ঘুরপাক খায় অনেকের মাথায়। তবে এই ধারণা এবার ভেঙে দিয়েছে VinFast VF3। এই গাড়িতে থাকছে অত্যাধুনিক সব সেফটি ফিচার। রয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন, রিয়ার পার্কিং সেন্সর এবং ইনফোটেইনমেন্টের দিক থেকেও বেশ স্মার্ট অপশন।

সম্ভাব্য দাম কত হতে পারে?

গাড়ির ফিচার তো হলো। এবার আসি দাম নিয়ে। বাজারে কান পাতলা শোনা যাচ্ছে, VinFast VF3 গাড়িটির সম্ভাব্য দাম হতে পারে মাত্র 7 লক্ষ টাকার মধ্যে। অর্থাৎ, এটি হতে চলেছে ভারতের সবথেকে সস্তার ইলেকট্রিক গাড়ি। যদি এই ন্যূনতম মূল্যে গাড়িটি লঞ্চ হয়, তাহলে প্রথম গাড়ি হিসেবে VinFast এবার সাধারণ মানুষের অনেকটাই স্বপ্ন পূরণ করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ কলকাতা থেকে বর্ধমান মাত্র ২০ টাকায়! বাজারে হইচই ফেলে দিল এই ইলেকট্রিক স্কুটার

তবে জানিয়ে রাখি, শুধুমাত্র গাড়ি বিক্রি নয়, VinFast এবার ভারতে নিজস্ব কারখানা গড়ে তোলারও পরিকল্পনা করছে। আর এখানেই তৈরি হবে ব্যাটারি ও অন্যান্য সব যাবতীয় সরঞ্জাম। যার ফলে গাড়ির খরচ অনেকটাই কমবে এবং লোকাল প্রোডাকশনও বৃদ্ধি পাবে। বলে রাখা ভালো, এই গাড়িটি প্রতিযোগিতা করতে পারে Tata Tiago EV, MG Comet EV ও PMV EaS-E গাড়িগুলির সঙ্গে। তবে দাম ও ফিচার হিসেবে VinFast VF3 একধাপ এগিয়ে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group