বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 ক্রমশ প্লে অফের দিকে এগোচ্ছে। এবারে প্রায় প্রতিটি দলই নিজেদের সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তবে সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছে 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও আরেক চ্যাম্পিয়ন দল সানরাইজার্স হায়দরাবাদ। বর্তমানে পয়েন্ট টেবিলের চেহারা বলছে, 6 ও 4 পয়েন্ট নিয়ে তালিকার একেবারে নবম এবং দশম স্থানে রয়েছে SRH ও CSK।
হিসেব বলছে এই দুই দলের প্লে অফে ওঠার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। সে ক্ষেত্রে আলোচনায় আসে প্রথম 8 দল। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে যা খবর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সমীকরণ বদলেছে। জানা যাচ্ছে, তালিকার প্রথম দুই দল এ মরসুমে বড় সুবিধা পাবে। অন্যদিকে ক্ষতি হতে পারে তালিকার তৃতীয় এবং চতুর্থ দল দুটির। কীভাবে? বাকি দলগুলির মধ্যে কাদের প্লে অফ দখলের সম্ভাবনা রয়েছে? কলকাতা কি আদৌ প্লে অফে যাবে? রইল বিস্তারিত।
কীভাবে সুবিধা পাবে প্রথম দুই দল?
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী, MI বনাম RR ম্যাচের পর লিগ টেবিলের শীর্ষে রয়েছে পরপর 5 ম্যাচ জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। একইভাবে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এই দুই দল বর্তমানে 14 পয়েন্ট নিয়ে প্রথম দুয়ে দাঁড়িয়ে। নতুন IPL সমীকরণ বলছে, এবারের যাত্রায় তালিকার প্রথম দুই দল বিশেষ সুবিধা পাবে।
প্রশ্ন এখন, কীভাবে? সেক্ষেত্রে বলি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, প্রথমে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার 1। হিসেব বলছে, তালিকার প্রথম দুইয়ে থাকা দল দুটি সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলবে। আর এই ম্যাচের জয়ী দল পৌঁছে যাবে ফাইনালে। আর এখানেই রইল নতুন অঙ্ক। জানা যাচ্ছে, প্রথম দলটি ফাইনালে পৌঁছলেও পরাজিত দলটি বাদ পড়ার বদলে আরও একটি সুযোগ পাবে। যেখানে তাদের কোয়াকিফায়ার 2 খেলতে হবে।
ক্ষতি হবে তালিকার তৃতীয়, চতুর্থ দলের?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সমীকরণ বলছে, তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দল এ মরসুমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ হিসেবে যা জানা যাচ্ছে, পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দুটি কোয়ালিফায়ার ম্যাচের বদলে সরাসরি এলিমিনেটর ম্যাচে অংশ নেবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মে মাসের 21 তারিখের এই যাত্রায় জয়ী দল খেলবে কোয়ালিফায়ার 2, যেখানে তাদের প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার 1 ম্যাচের ব্যর্থ দল। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে যে দল হারবে তার যাত্রা সেখানেই শেষ হবে।
KKR কি আদৌ প্লে-অফে পৌঁছবে?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রায় একেবারেই নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে পারছে শাহরুখ খানের দল। গতবারের ডিফেনডিং চ্যাম্পিয়নদের এ মরসুমের অবস্থা দেখে বোঝার উপায় নেই, যে এই দলই IPL 2024 ট্রফি কাঁধে তুলেছিল! যদিও শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ে ফিরেছে KKR। যার কারণে প্লে অফের আশা জিইয়ে রয়েছে তাদের।
অবশ্যই পড়ুন: RR ম্যাচের আগেই KKR শিবিরে অশান্তি! প্রধান কোচের সাথে মতবিরোধ! দল ছাড়ছেন বিদেশি?
তবে সেই যাত্রা একেবারেই সহজ হবে না। সমীকরণ বলছে, প্লে অফে পৌঁছতে গেলে আগামী 4 ম্যাচেই জিততে হবে রাহানেদের। যদিও পুরনো সমীকরণ বলছে, 16 পয়েন্ট না তুলেও প্লে অফ খেলতে পারে কলকাতা। সে ক্ষেত্রে তাদের নির্ভর করতে হবে, নেট রান রেটের ওপর। বলা বাহুল্য, IPL-র নতুন সমীকরণ অনুযায়ী আপাতত তালিকার প্রথম 6 দলের প্লে অফে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি।