Indiahood-nabobarsho

একাধিক নিম্নচাপ, দু’দুটি ঘূর্ণিঝড়! মে মাসে ভয়ঙ্কর দুর্যোগের সংকেত, বঙ্গোপসাগরে বাড়ছে বিপদ

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্র মাসের শুরুতেই গরমের (Weather Update) যে দাপট দেখা গিয়েছিল তাতে রীতিমত প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল সকলের। বৈশাখের আগেই তাপপ্রবাহের দাপট দেখা দিয়েছিল। আবহাওয়ার এই জ্বলুনি থেকে বাঁচতে সকলেই বৃষ্টির অপেক্ষা করছিল। আশঙ্কা করা হয়েছিল এবছর গরমের রেকর্ড সমস্ত সীমা অতিক্রম করবে। কিন্তু বৈশাখ পড়তেই ধারণা খানিক পরিবর্তন হোক সকলের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘূর্ণিঝড়ের অশনি সঙ্কেত | Cyclone In May |

ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্তের জেরে রীতিমত কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে রাজ্য জুড়ে। বিকেল থেকেই ঝড় বৃষ্টির দাপট অনেকটাই কমিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এখন বৈশাখ মাস নয় প্রাক বর্ষার মরশুম বলে মনে হচ্ছে। আর এই আবহেই চলতি মাসে ঘূর্ণিঝড়ের দাপট নিয়ে বড় আপডেট সামনে এল। আর তাই নিয়ে বেশ শঙ্কিত রাজ্যবাসী। ফিরে আসছে আমফানের স্মৃতি। প্রশ্ন উঠছে তবে কি আগত ঘূর্ণিঝড় এর থেকেও ভয়ংকর হবে।

কী বলছে বাংলাদেশের আবহাওয়া দফতর?

সম্প্রতি বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে ঘূর্ণিঝড় নিয়ে এক বিরাট আভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে যে চলতি মাসে বঙ্গোসাগরে প্রায় তিনটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলির মধ্যে একটি বা দুটি আরও শক্তি বাড়িয়ে নাকি ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের অভিমুখ কী হবে, তা নিয়ে কিছু জানানো হয়নি। আর তাতেই ভয় জুবুথুবু সকলে। কিন্তু সেই নিয়ে কোনরকম মতামত প্রকাশ করেনি ভারতের মৌসম ভবন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আদৌ হবে ঘূর্ণিঝড়?

ভারতীয় মৌসম ভবনের তরফে এই বৃষ্টি দুর্যোগ নিয়ে জানানো হয়েছে যে চলতি মাসে সার্বিকভাবে ভারতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। উত্তর-পশ্চিম ভারত, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের কয়েকটি অংশে দেশের বেশিরভাগ জায়গায় স্বাভাবিক থেকে স্বাভাবিকের বেশি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের কারণে রাজ্য জুড়ে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। গতকালও কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সবকিছু। রাস্তার উপর গাছ উপড়ে পরে যানজটের সমস্যার তৈরি করেছিল। সঙ্গে হয়েছিল প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি।

আরও পড়ুনঃ চারিদিক হবে লণ্ডভণ্ড, একটু পরেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় চরম তাণ্ডব! কতদিন চলবে দুর্যোগ?

জানা গিয়েছে আজও দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এবং উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। এই ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে আগামী সোমবার পর্যন্ত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group