জানুন দিঘার জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া থেকে ভোগ আরতি সময় ও প্রবেশের নিয়ম

Published:

digha jagannath mandir
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দিঘায় জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল মন্দির উদ্বোধনের পর প্রথম ৩-৪ ঘণ্টায় প্রায় ২ লক্ষের বেশি ভক্ত সমাগম হয়েছে দিঘায়। এখনও প্রচুর মানুষ জগন্নাথ দর্শনে যাচ্ছেন সৈকত নগরীতে। তবে অনেকেই জানেন না এই মন্দিরে পুজো দেওয়া বা প্রবেশের নিয়ম। তাই মন্দির দর্শনের আগে অবশ্যই জেনে নিন এই নিয়মাবলী

মন্দিরে পুজো দেওয়ার নিয়মাবলী

জানা গিয়েছে দিঘার এই নবনির্মিত জগন্নাথ মন্দিরটি প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। আর এই সময়ের মধ্যে যে কেউ জগন্নাথদেবের দর্শন করতে পারবেন। এছাড়াও পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য একাধিক ব্যবস্থা করা হয়েছে। আসলে অতিরিক্ত পুণ্যার্থী সমাগমের কথা মাথায় রেখে মন্দির চত্বরের নিরাপত্তাও যথেষ্ট আঁটসাঁট। তাই বিপদের কোনও আশঙ্কা নেই বলেই দাবি ভক্তদের। মন্দিরে মোট সাতটি দরজা রয়েছে। এর মধ্যে এক, দুই, তিন ও ছয় নম্বর দরজা দিয়ে প্রবেশ করা যাবে। মূল দরজার সামনে কাউন্টার রয়েছে। সেই কাউন্টারে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে পারবে সাধারণ মানুষ।

ভোগ দেওয়ার সময়সূচি

এছাড়াও পুজো প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে প্রতিদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা-সহ অন্য দেবতাদের চারবার ভোগ নিবেদন করা হবে। সকাল সাতটা, দশটা, বারোটা ও সন্ধ্যে ছটায় ভোগ নিবেদন করা হবে প্রভুকে। সকালে মিষ্টি ও ক্ষীর ভোগ হিসেবে দেওয়া হবে। দুপুরে তিন দেবদেবীকে দেওয়া হবে রাজভোগ। সেই সঙ্গে সাধারণ মানুষের আনা মিষ্টি, ফল-সহ অন্যান্য ভোগও নিবেদন করা হবে প্রভু জগন্নাথের কাছে। পুরীর মতোই প্রতিদিন সকালে দিঘার মন্দিরের চূড়ায় ধ্বজা লাগানো হবে। আবার সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে সেই ধ্বজা খুলে নেওয়া হবে।

আরও পড়ুনঃ বয়স বাড়িয়ে IPL খেলছেন বৈভব সূর্যবংশী? ফাঁস হল সব

ইতিমধ্যেই ধ্বজা লাগানোর জন্য দু’জনকে নিয়োগ করা হয়েছে দিঘার মন্দিরে। এদিকে দিঘার জগন্নাথ মন্দির অযোধ্যার রাম মন্দিরের মতই রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি। এবং প্রায় ৮০০ কারিগর এর মিলিত সমাগমে মন্দির নির্মাণ হয়। শুধু তাই নয়, পুরীর মতো দিঘার মূল মন্দিরে প্রবেশের জন্য রয়েছে চারটি দ্বার। একইভাবে দিঘার জগন্নাথ মন্দিরের সিংহদ্বার বা মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছে কালো রঙের অরুণ স্তম্ভ। দিঘার জগন্নাথ মন্দিরের প্রবেশ দ্বারের সামনে কালো পাথরে তৈরি ৩৪ ফুট লম্বা ১৮ মুখী অরুণ স্তম্ভ তৈরি করা হয়েছে। এককথায় বাংলার বুকে এই মন্দির নির্মাণ করায় রাজ্য সরকার অনেক প্রশংসিত হয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join