বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুর্বল অর্থনীতি নিয়ে দিবাস্বপ্ন দেখা, বাংলাদেশের (Bangladesh) প্রধান কাজগুলির মধ্যে অন্যতম! শেখ হাসিনার পতনের পর থেকেই ওপার বাংলার বিদ্যজনেদের বুদ্ধি ভ্রষ্টতা সামনে এসেছে! প্রতিমুহূর্তে ভারত বিরোধী সুর তুলে ক্ষমতার বাইরের কথা বলেছেন বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মী থেকে শুরু করে বিশেষজ্ঞরা। তবে এবার সব সীমা ছাড়াল আহাম্মক বাংলাদেশ!
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভারত দখলের হুঁশিয়ারি দিয়েছেন ওপার বাংলার প্রাক্তন মেজর জেনারেল আলম ফজলুর রহমান। আর সেই বক্তব্য সামনে আসার কয়েক মুহূর্তের মধ্যেই পাল্টা জবাবের ভয়ে বড় বিবৃতি দিল মহম্মদ ইউনূস সরকার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফ বিবৃতি জারি করে বলা হয়েছে, প্রাক্তন মেজর জেনারেল যে ভারত বিরোধী মন্তব্য করেছেন তা বাংলাদেশ সরকার সমর্থন করে না।
ভারত দখলের হুমকি
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করেন বাংলাদেশের প্রাক্তন ডিজি আলম। ভাইরাল সেই পোস্টে লেখা হয়, ‘ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তবে বাংলাদেশেরও উচিত উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। আর এ বিষয়ে চিনের সাথে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করা দরকার বলেই মনে করছি।’ আলম আরও লেখেন, ‘পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করাটা বর্তমানে আমাদের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ… এটা আসলে স্ট্র্যাটেজিক বিষয়।
তবে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে সেক্ষেত্রে চিনের সাথে হাত মিলিয়ে ভারতের উত্তর-পূর্ব সাত রাজ্যকে দখল করে নেওয়াটা উচিত বাংলাদেশের।’ এদিন ভারতের বিরুদ্ধে চিনকে উসকে দেওয়ার মতো কাজ করে পহেলগাঁও হামলা নিয়ে নিজেদের পূর্বপুরুষের খুনি পাকিস্তানের সুরেই তাল মিলিয়ে ছিলেন তিনি। মূলত কাশ্মীরে 26 জন নিরীহ ব্যক্তির মৃত্যুতে ভারতকেই কাঠগড়ায় তোলেন আলম।
তাঁর দাবি ছিল, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই পর্যটকদের হত্যা করিয়ে পাকিস্তানকে ধ্বংস করার চেষ্টা করছেন!’ বাংলাদেশের প্রাক্তন মেজর জেনারেলের এমন বিস্ফোরক পোষ্ট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ছি ছি পড়ে গিয়েছে নানা মহলে।
তড়িঘড়ি বিবৃতি জারি করে বাংলাদেশ সরকার
অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের ভারত আক্রমণের মন্তব্যকে সামনে রেখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে তড়িঘড়ি একটি বিবৃতি জারি করা হয়। সেই বিবৃতিতে বাংলাদেশের প্রেস সেক্রেটারি টু চিফ অ্যাডভাইজার শফিকুল আলম জানান, গতকাল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান যে ভারত বিরোধী মন্তব্য করেছেন তা বাংলাদেশ সরকার সমর্থন করে না।
অবশ্যই পড়ুন: জ্বলে পুড়ে নাকাল! প্রকৃতির রোষে পাকিস্তান
বাংলাদেশ যেমন নিজের সার্বভৌমত্বকে সম্মান করে, তেমনই অন্যান্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে। গতকাল সোশ্যাল মিডিয়ায় ভারতের উত্তর-পূর্বের 7 রাজ্য দখলের যে হুঁশিয়ারি প্রাক্তন মেজর আলম দিয়েছিলেন তা তাঁর নিতান্তই ব্যক্তিগত মতামত। শফিকুল আবারও বলেন, বাংলাদেশ সরকার এই ধরনের কাজ সমর্থন করে না।