প্রীতি পোদ্দার, কলকাতা: সময় যত এগোচ্ছে ততোই যেন পুরনো আড্ডার জায়গাগুলিই একদমই নিষ্প্রভ হয়ে যাচ্ছে। আর তার বদলে শহর কলকাতায় নতুন করে বেড়েছে রুফটপ ক্যাফে বা রেস্তরাঁ (Rooftop Restaurants Cafe In Kolkata)। ছুটির দিন হোক কিংবা বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য অনেকের পছন্দের তালিকায় উঠে আসে এই ক্যাফে বা রেস্তরাঁ। তবে এবার এই ক্যাফে এবং রেস্তরাঁ নিয়ে উঠে এল একাধিক অভিযোগ। আর সেই অভিযোগকে কেন্দ্র করে এবার এক বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।
বন্ধ সব রুফ টপ রেস্তোরাঁ
সম্প্রতি কলকাতা শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। আর তার অন্যতম কারণ হিসেবে বারবার উঠে আসছে রেস্তোরাঁ এবং রুফটপ ক্যাফের বাড়বাড়ন্ত। যেখানেই তাকান সেখানেই দেখতে পাবেন রমরমিয়ে চলছে রেস্তোরাঁ, বার, এমনকী, হুক্কা বারও। কিন্ত আশ্চর্যজনকভাবে পুরসভার কাছে এই বিষয়ে সঠিক কোনো তথ্যই নেই। এই নিয়ে এর আগে অসংখ্য অভিযোগ জমা পড়লেও প্রশাসনের তরফে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
কী বলছেন ফিরহাদ হাকিম?
এদিন মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, “ প্রত্যেকটি রেস্তোরাঁ বা ক্যাফেতে আমরা ছাদ রাখতে বলি। তার অন্যতম কারণ হল, যদি নিচে আগুন ধরে, তাহলে লোক গিয়ে ছাদে থাকতে পারবে। সেই সময় দমকল সিঁড়ি ছাদ থেকে তাঁদের উদ্ধার করে। কিন্তু এখন সেই ছাদগুলি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য সেখানেও ব্যবসা শুরু হয়ে গিয়েছে তাও আবার পুরসভার অনুমতি ছাড়াই। সব রেস্তোরাঁ, ডিস্কো, হুক্কা বার সব ছাদে হচ্ছে। যার ফলে বহুতল ভবনের মাঝে আগুন লাগলে ভিতরে আটকে থাকা মানুষজনের পরিণতি হচ্ছে মর্মান্তিক। উদ্ধার করার জায়গাটুকুও নেই। তাই কড়া আইন প্রণয়ন করেই এই ধরনের ক্যাফে বা রেস্তরাঁ তৈরি বন্ধ করতে চায় পুরসভা।
আরও পড়ুনঃ রেশন কার্ডে এবার এক্সট্রা লাভ! বিনামূল্যে অতিরিক্ত গম দিতে চলেছে সরকার, কবে থেকে?
এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন যে, “আমরা সার্ভে করতে শুরু করেছি। কলকাতা শহরে কোথায় কত ক্যাফে বা রেস্তরাঁ তৈরি হয়েছে এই নিয়ে সার্ভে করা হবে। এবং অবিলম্বে সেগুলিতে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করা হবে। আশা করা যাচ্ছে পুরসভার এ ঘটনার পর হয়ত এই আগুন নিয়ন্ত্রণ সমস্যা একটু হলেও সমাধান হবে। এদিন অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের জন্য একটি কমিটিও গঠন করার কথা বলেন। তাঁর স্পষ্ট বার্তা, হোটেল ব্যবসা করলে অতিথিদের সুরক্ষার দিকটিও দেখতে হবে হোটেল কর্তৃপক্ষকে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |