সহেলি মিত্র, কলকাতাঃ গরমের ছুটি পড়ে গিয়েছে। এদিকে যে হারে গরম পড়ছে, সেখানে সকলেরই মনটা কমবেশি পাহাড় পাহাড় করছে। আপনিও কি পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? সিকিম বা দার্জিলিং যেতে চাইছেন না? তাহলে আপনার জন্য একদম আদর্শ ট্যুর প্যাকেজ আনল IRCTC। এমনিতে আইআরসিটিসি কম দামে সুন্দর কিছু ট্যুর প্যাকেজের জন্য বিখ্যাত। আইআরসিটিসির সঙ্গে ভ্রমণ করলে থাকা, খাওয়া, ঘোরা নিয়ে চিন্তা করতে হয় না। যাইহোক, এই গরমে আইআরসিটিসি আপনার জন্য এনেছে হিমাচল প্রদেশ ভ্রমণের জন্য এক দুর্দান্ত ট্যুর প্যাকেজ।
কম খরচে ঘুরে আসুন হিমাচল
আসলে সস্তায় এবার সকলকে হিমাচল প্রদেশ ভ্রমণের সুযোগ দিচ্ছে আইআরসিটিসি। Evergreen Himachal নামের প্যাকেজ এনেছে আইআরসিটিসি। এই প্যাকেজে আপনি ডালহৌসি থেকে শুরু করে ধর্মশালা সহ বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা দেখার সৌভাগ্য লাভ করবেন। এই ট্যুর প্যাকেজটি ৮ দিন ৭ রাতের হবে। যাত্রা শুরু হচ্ছে ৬মে থেকে। এদিন ট্রেন নম্বর ১২৩৩১/ হিমগিরি এক্সপ্রেস হাওড়া রেলওয়ে স্টেশন থেকে রাত ৯:৫৫ মিনিটে ছাড়বে। জানা গিয়েছে, পর্যটকদের একটি বিলাসবহুল হোটেলে আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। এই প্যাকেজে শুধুমাত্র সকালের খাবার অন্তর্ভুক্ত থাকবে।
খরচ কত?
এবার আসা যাক মূল জিনিসে। আর সেটা হল এই ট্যুর প্যাকেজটি নিলে আপনার কত খরচ পড়বে? যদি আপনি একা ভ্রমণ করেন, তাহলে এই প্যাকেজে আপনার খরচ হবে ৪৬২৫০ টাকা। ডাবল শেয়ারিংয়ের জন্য মাথাপিছু ভাড়া ২৪৮০০ টাকা এবং ট্রিপল শেয়ারিংয়ের জন্য ২৩৭৫০ টাকা খরচ হবে। ৫ থেকে ১১ বছর বয়সী শিশুর জন্য ভাড়া ১২৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুনঃ দৌড়ঝাঁপের দিন শেষ! শুধু এই ৭ টি নিয়ম মানলেই ১০০% কনফার্ম তৎকাল টিকিট
কীভাবে বুক করবেন?
আপনি IRCTC ওয়েবসাইটে গিয়ে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে প্যাকেজটি বুক করতে পারেন। এই প্যাকেজের কোড হল EHR127। আরও বিস্তারিত জানার জন্য আপনি 8100829002, 8595936690, 7003125135 এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |