প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: প্রতিদিন ভারতে কোটি কোটি যাত্রী ট্রেনে ভ্রমণ করে থাকেন। কম খরচে সবচেয়ে কমফোর্টেবল পরিষেবা হল এই রেল পরিষেবার। তাইতো ভারতীয় রেলকে (Indian Railways) দেশের যোগাযোগ মাধ্যমের মেরুদণ্ড বলা হয়।তবে ট্রেনে ভ্রমণের জন্য অত্যন্ত জরুরি হল টিকিট। দূরের গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে ট্রেনে ভ্রমণকারী বেশিরভাগ যাত্রী রিজার্ভেশন করে যাত্রা করতে পছন্দ করেন। কিন্তু সমস্যা হল অনেকসময় দেখা যায় সকল যাত্রী নিশ্চিত আসন পান না। অর্থাৎ তাঁদের টিকিট ওয়েটিং লিস্টে চলে যায়। আর এই নিয়ে এবার রেল এক বড় পদক্ষেপ গ্রহণ করল।
নিয়ম না মানলে দিতে হবে জরিমানা
বেশ কয়েকদিন ধরে রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ আসছে যে টিকিট কনফার্ম না হলেও বেশ কয়েকজন যাত্রী ওয়েটিং টিকিট হাতে নিয়ে ট্রেনে উঠে পড়ে এবং কিছুক্ষণ পর টিকিট পরীক্ষককে ‘ম্যানেজ’ করে সিট জোগাড় করে নেয়। এর ফলে কনফার্মড টিকিট নিয়ে যে যাত্রীরা দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করেন, তাঁদের অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই ওয়েটিং টিকিট হোল্ডারদের উচিত শিক্ষা দিতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। সরাসরি জানিয়ে দেওয়া হল চলতি মাস থেকে আর কোনও যাত্রীই ‘ওয়েটিং’ টিকিট নিয়ে কোনও এসি বা স্লিপার ক্লাস কামরায় উঠতে পারবেন না। এরপরেও যদি ওয়েটিং টিকিটহোল্ডাররা এই ভুল করেন, তাহলে তাদের মোটা জরিমানা দিতে হবে।
কী বলছেন রেল আধিকারিকরা?
আগে ওয়েটিং টিকিট হোল্ডারদের স্লিপার ও এসি কোচে ভ্রমণের অনুমতি দিত ভারতীয় রেল। কিন্তু এই সমস্যা দিনের পর দিন বাড়তে থাকায় এবার কড়া পদক্ষেপ নিল রেল। ভারতীয় রেলের বাণিজ্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন যে, ‘ওয়েটিং’ টিকিট নিয়ে ট্রেনে ওঠার নিয়মই নেই। ট্রেনে ওঠার অধিকারী শুধু ‘কনফার্মড’ টিকিট ও ‘আরএসি’ টিকিটের যাত্রীরা। কিন্তু বহু যাত্রীই সেই নিয়মের তোয়াক্কা না করে ট্রেনে ওঠেন। তাই এই দুরবস্থা দূর করতেই এ বার কড়া সিদ্ধান্ত নিতে চলেছে রেল। ঘোষণা করা হয়েছে, ‘ওয়েটিং’ টিকিট নিয়ে কোনও যাত্রী সংরক্ষিত কামরায় উঠলে তাঁকে বিনা টিকিটের যাত্রী হিসেবেই বিবেচনা করা হবে।
আরও পড়ুনঃ আসছেন মহাতারকা, নতুন বিদেশি নিয়ে চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল
প্রসঙ্গত, ট্রেনের এসি–থ্রি কামরায় সর্বমোট ৭২টা আসন থাকে। প্রতিটা আসনে একজন করে যাত্রী বসার পর আর ওই কামরায় কোনও যাত্রীর ওঠার কথাই নয়। কিন্তু ওয়েটিং টিকিট হোল্ডাররা জোর করে ওই কামরায় ওঠে। আর তাতেই ভিড় বাড়ে। যদিও এই ছবি মোটেই বিরল নয় এ দেশে। কিছু দিন আগেই থিকথিকে ভিড়ে ঠাসা এসি–থ্রি কামরার বেশ কয়েক জন যাত্রী ভারতীয় রেলের এক্স হ্যান্ডলে পর পর ছবি পোস্ট করেছিলেন সেই ভিড়ের। আর তাতেই এবার নড়ে চড়ে বসল রেল। আশা করা যাচ্ছে ভারতীয় রেলের এই সিদ্ধান্তে এবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।