সহেলি মিত্র, কলকাতাঃ মধ্যবিত্ত ঘরের মানুষের জন্য রইল দারুণ সুখবর। এবার হাওড়া থেকে অনেক কম খরচে আপনিও পৌঁছে যেতে পারেন চেন্নাই। আর এর জন্য হাওড়া থেকে এবার অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেল বলে খবর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ২০২৫-২৬ অর্থবর্ষে দেশজুড়ে ৫০টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে রেলওয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে হাওড়া থেকে চেন্নাই অবধি ছুটতে পারে অমৃত ভারত (Howrah Chennai Amrit Bharat Express)। যদিও এই বিষয়ে রেলের তরফে পাকাপাকিভাবে কিছু জানানো হয়নি। যদিও এই ট্রেন চালু হয় তাহলে উপকৃত হবেন বহু মানুষ।
এবার হাওড়া থেকে চেন্নাই অবধি ছুটতে পারে অমৃত ভারত!
সাধারণ মানুষের বাজেটের কথা ভাবনাচিন্তা করে বর্তমান সময়ে বেশ কিছু জায়গায় অমৃত ভারত ট্রেন চালাচ্ছে রেল। বাংলাতেও চলছে। কিন্তু হাওড়া থেকে এখনও অবধি এই ট্রেন ছাড়েনি। যাইহোক, এবার শোনা যাচ্ছে, হাওড়া থেকে চেন্নাই অবধি ছুটবে ট্রেন। হাওড়া থেকে চেন্নাই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি বিশাখাপত্তনম হয়ে চলবে। হাওড়া-চেন্নাই অমৃত ভারত ট্রেনটি ২৬ ঘন্টারও কম সময়ে ১৬৬২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।
স্টপেজ ও গতি
হাওড়া জংশন এবং এমজিআর চেন্নাই সেন্ট্রালের মধ্যে যাত্রার সময়, হাওড়া থেকে চেন্নাই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি বেশ কিছু প্রধান স্টেশনগুলিতে থামবে। যেমন খড়্গপুর জংশন, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড জংশন, ভিজিয়ানাগ্রাম, বিশাখাপত্তনম, রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া জংশন, তেনালি জংশন এবং তেনালি জংশন। এবার আসা যাক ট্রেনের গতি সম্পর্কে। হাওড়া থেকে চেন্নাই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দুবার চলাচল করবে। ট্রেনটি সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে পারে।
আরও পড়ুনঃ ব্যবসার রাস্তা বন্ধ করেছিল ভারত, এবার পাল্টা চাপ দিল বাংলাদেশ! বন্ধ ১০ বড় প্রকল্প
ভাড়া ও সময়সূচি
এবার ট্রেনটির ভাড়া ও সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক। সূত্রের খবর, হাওড়া-এমজিআর সেন্ট্রাল সেন্ট্রাল-হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে স্লিপার ক্লাস এবং জেনারেল ক্লাস কোচ থাকবে। এই রুটে স্লিপার ক্লাস কোচে ভ্রমণের জন্য টিকিটের মূল্য প্রায় ৮০০ টাকা হতে পারে। হাওড়া থেকে এমজিআর চেন্নাই সেন্ট্রাল অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি রাত প্রায় ২২:০০ টায় যাত্রা শুরু করে পরের দিন দুপুর ১৩:০০ টায় চেন্নাই পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ফিরতি পথে চেন্নাই-হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি সন্ধে প্রায় ১৮:০০ টায় যাত্রা শুরু করবে এবং পরের দিন রাত প্রায় ২০:৩০ টায় হাওড়া পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। আবারও জানিয়ে রাখি, এই বিষয়ে রেলের তরফে কোনওরকম আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা হয়নি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |