সহেলি মিত্র, কলকাতাঃ স্কুল, কলেজে গরমের ছুটি পড়ে গিয়েছে। আবার অনেকের পরীক্ষাও শেষ। এহেন অবস্থায় সকলের মনই একটু যেন কোথাও ঘুরতে যাওয়ার জন্য লাফাচ্ছে। আর বাঙালি মাত্রই হল পায়ের তলায় সর্ষে ফুল। আপনিও কি এই গরমের ছুটির সময়টাকে কাজে লাগিয়ে কোথাও ঘুরতে যেতে চাইছেন? বাজেট কম? তাহলে আজ এই আর্টিকেলে আপনাদের বাংলার বুকে থাকা এমন কিছু জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনিও মনে করবেন স্বর্গে এসে গিয়েছেন।
ঘুরে আসুন বাংলার এই সুন্দর জায়গাগুলি থেকে
একে তো ছুটি তারওপর আবার গ্রীষ্মকাল। আর এই গরমে বাড়িতে মন টেকা দায়। অনেকের মনই এখন পাহাড় পাহাড় করছে। আবার অনেকেই আছেন যারা সমুদ্র পছন্দ করেন তো যে যার পছন্দের মতো জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করছেন। আপনিও কিছু জায়গা এমন আছে যেখানে যাওয়ার প্ল্যান করতে পারেন। গরমের ছুটিতে কম বাজেটে (Low Budget Tourist Destination) বাংলায় ৫টি ঘোরার সেরা স্থান রইল তালিকা।
দার্জিলিং
পাহাড়ের উল্লেখ হবে আর দার্জিলিং-এর কথা হবে না সেটা তো হতেই পারে না। এই গরমে দার্জিলিং-এর মতো পাহাড়ি ও শীতল জায়গায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা। এখানে পর্যটকরা চা বাগান এবং চমৎকার দৃশ্যও উপভোগ করতে পারবেন। এখানকার আবহাওয়াও পর্যটকদের জন্য অনুকূল। পর্যটকরা দার্জিলিং থেকে হিমালয়ের দৃশ্য দেখতে পাবেন, যা তাদের ভ্রমণের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেবে।
কলকাতা
কলকাতা…দ্য সিটি অফ জয় নামে পরিচিত জায়গায় আপনি ভ্রমণের প্ল্যান করতে পারেন। এখানে অলি গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে, যেখানে গেলে আপনারও মন প্রাণ এক কথায় জুড়িয়ে যাবে। নন্দন, সেন্ট পলস চার্চ, ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, প্রিন্সেপ ঘাট, বাবুঘাট ও আরও কত কী জায়গা আছে যেগুলি গুনে শেষ করা যাবে না।
শান্তিনিকেতন
প্রকৃতি প্রেমী, সংস্কৃতিপ্রেমীদের জন্য আরও এক দুর্দান্ত স্থান। এই শান্তিনিকেতন আপনাকে সুন্দর দর্শনীয় স্থানগুলির অভিজ্ঞতা দেবে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও রয়েছে। এছাড়া রয়েছে কোপাই নদী। এই শহরটি বেশ ছোট, তবে এর পারিপার্শ্বিক গল্প, স্থান, সংস্কৃতি আপনাকে মুগ্ধ করবেই করবে।
কোচবিহার
পশ্চিমবঙ্গের কোচবিহারে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব দৃশ্যও দেখতে পাবেন। এখানে অনেক ঐতিহাসিক প্রাসাদ এবং মন্দির অবস্থিত। আপনি এখানেও একটি চমৎকার এবং দারুণ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
আরও পড়ুনঃ ব্যবসার রাস্তা বন্ধ করেছিল ভারত, এবার পাল্টা চাপ দিল বাংলাদেশ! বন্ধ ১০ বড় প্রকল্প
সুন্দরবন
সুন্দরবন হল পশ্চিমবঙ্গের পর্যটকদের জন্য অন্যতম সেরা স্থান। এখানে আপনি নৌকা সাফারির একটি ভালো অভিজ্ঞতাও পাবেন। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনও সময়ে আপনি এই সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে পারেন। যারা প্রকৃতিপ্রেমী তাঁদের কাছে এই জায়গা আলাদাই মাহাত্ম্য রাখে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |