Indiahood-nabobarsho

নয়া অবতারে নয়া লুকে ফিরছে Tata Sumo! ফিচার আর দাম শুনলে ভিমড়ি খাবেন

Published on:

Tata Sumo

সৌভিক মুখার্জী, কলকাতা: একসময়ের গ্রামের ভাঙাচুড়ো রাস্তা কিংবা পাহাড়ি পথ, সব জায়গায় দাপিয়ে বেড়াতো এই গাড়ি। তার নাম শুনলেই যেন চোখে ভেসে আসে পুরনো স্মৃতি। হ্যাঁ, আমরা বলছি Tata Sumo-র কথা। ভারতের প্রতিটি কোনায় কোনায়, আনাচে-কানাচে গাড়িটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। দীর্ঘদিন পর আবারও সেই Sumo ফিরছে নয়া অবতারে, আধুনিক ফিচার, নজরকাড়া লুক আর শক্তিশালী ইঞ্জিন নিয়ে। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেন জনপ্রিয় ছিল এই Tata Sumo?

অতীতের দিনগুলিতে সাধারণ মানুষের জন্য উপযুক্ত গাড়ি বলতে একসময় এই Tata Sumo-র নামই সামনে আসতো। বড় পরিবার বলুন বা পিকনিক, গ্রামীণ এলাকা হোক বা শহর, সব জায়গার জন্য উপযুক্ত ছিল এই গাড়িটি। প্রথম কথা, এই গাড়িতে একসাথে 8 থেকে 10 জন যাত্রী অনায়াসেই বসে যেতে পারত। দ্বিতীয় কথা, দুর্বল রাস্তা বা দুর্গম আবহাওয়া, সব সময়ই সাধারণ মানুষের প্রথম ভরসা ছিল Tata Sumo। এমনকি গাড়িটির বারবার সার্ভিসিং-এরও কোনও প্রয়োজন হতো না।

লং ড্রাইভে কেমন ছিল Tata Sumo?

যারা পরিবার নিয়ে একটু লং ড্রাইভ করতে ভালোবাসেন, তাদের কাছে Tata Sumo ছিল প্রধান ভরসার জায়গা। গাড়িটির সিটের উঁচু পজিশন দূরের রাস্তা পরিষ্কার দেখার জন্য সাহায্য করতো। পাশাপাশি চওড়া জানালার মাধ্যমে যাত্রীরা বাইরের দৃশ্য খুব সহজেই উপভোগ করতে পারতো। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে হ্যাঁ, এর একটা সমস্যা ছিল। খুব বেশি গতি তোলার ক্ষমতা না থাকার কারণে হাইওয়েতে ওভারটেক করতে একটু সময় লাগতো গাড়িটির।

বাজারে আসছে নতুন অবতার রূপে Tata Sumo?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে Tata Sumo আবারও তার নয়া লুক, নজরকাড়া ফিচার নিয়ে বাজারে হাজির হচ্ছে। এই নতুন Tata Sumo-তে যে ফিচারগুলো পাওয়া যাচ্ছে তা হলো-

  • ইঞ্জিন হিসাবে থাকছে 2.0 লিটার নর্মালি অ্যাসপিরেটেড ডিজেল ইঞ্জিন।
  • এই ইঞ্জিন 65 থেকে 75 hp পাওয়ার উৎপন্ন করতে পারে।
  • সিটিং ক্যাপাসিটি আগের মতোই 8 থেকে 10 জনের জন্য রাখা হবে। 
  • গাড়িটি শহরে 10 থেকে 12 কিমি. প্রতি লিটার এবং হাইওয়েতে 14 থেকে 16 কিমি. প্রতি লিটার মাইলেজ দেবে।
  • গাড়িটির টপ স্পিড থাকবে 120 থেকে 130 কিমি. প্রতি ঘন্টা।
  • এমনকি গাড়িটিতে থাকছে হাই সিটিং পজিশন, রাফ অ্যান্ড টাফ বডি এবং কম মেইনটেন্যান্স খরচ।

আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিটে অভাবনীয় সুদ, গ্রাহকদের জন্য বিরাট অফার IndusInd Bank-র

পুরনো সুমোর মতো নতুন সংস্করণও তৈরি হয়েছে সেই মোটা দেহ, পাকাপোক্ত কাঠামো এবং কিছু নজরকাড়া ডিজাইন নিয়ে। হ্যাঁ, Tata Sumo-তে ফিরে এসেছে আবারও তার নয়া লুকে। তবে তার সেই ক্ষমতা আগের মতই অটুট। এখন শুধু অপেক্ষার দিন গোনা, গাড়িটি কবে রাস্তায় নামে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group