Indiahood-nabobarsho

মাত্র ৪ দিনেরই গোলা, বারুদ মজুত আছে পাকিস্তানে! ভারতের সাথে যুদ্ধের আগে খুলল মুখোশ

Published on:

Does Pakistan have the capacity to fight India? Check out the report

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে নাকি যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান (Pakistan)? সিন্ধু জল বন্টন চুক্তি বাতিলের পর জল বন্ধ হলে ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন পাক মন্ত্রীরা। ভারতীয়দের রক্ত নাকি নদীতে বইয়ে দেওয়া হবে বলেও হুঙ্কার ছেড়েছিলেন পাকিস্তানের ক্যাবিনেট মিনিস্টাররা। এমতাবস্থায়, দুই দেশের মধ্যে একাধিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর যুদ্ধ যুদ্ধ জিগির তুলেছে পাকিস্তান। ভারত কি হাত গুটিয়ে বসে থাকবে? কখনই না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দুই দেশের সীমান্তে জারি রয়েছে হাই অ্যালার্ট। সীমান্ত আকাশে পাক খাচ্ছে মিরাজ, সুখোই ও রাফালের মতো যুদ্ধ বিমান। এহেন আবহে যেকোনও সময়ে গোপনে শুরু হয়ে যেতে পারে যুদ্ধ, আর প্রশ্নটা এখানেই। ভারত যদি পাকিস্তানের মাটিতে হামলা চালায় সে ক্ষেত্রে তার প্রত্যাঘাত হিসেবে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারবে পশ্চিম দিকের দেশ? আদৌ কি ভারতের সামনে টিকে থাকার ক্ষমতা রয়েছে পাকিস্তানের? কী বলছে ANI রিপোর্ট? জেনে নিন।

ভারতের সাথে যুদ্ধ হলে নাকাল অবস্থা হবে পাকিস্তানের

সাম্প্রতিক সময়ে নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে প্রতিমুহূর্তে প্রতিবেশীকে শশানি দিয়ে চলেছে পশ্চিম দিকের দেশ তথা সন্ত্রাসবাদের আশ্রয়দাতা হিসেবে খ্যাত পাকিস্তান। কিন্তু এই যে এত হুঙ্কার, আদৌ কি ভারতের বিরুদ্ধে লড়ার ক্ষমতা আছে প্রায় দেউলিয়া পাকিস্তানের? সদ্য প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদন মারফত খবর, এই মুহূর্তে যদি যুদ্ধ শুরু হয় সে ক্ষেত্রে খুব বেশি হলে 4 দিন পর্যন্ত ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে পাকিস্তান।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ANI রিপোর্ট বলছে, পাকিস্তানের অস্ত্র ভান্ডারে যে পরিমাণ অস্ত্রশস্ত্র মজুদ রয়েছে তা খুব বেশি হলে আগামী 96 ঘন্টা অর্থাৎ 4 দিন চলবে। জানিয়ে রাখি, পাকিস্তান সেনাকে গোলা-বারুদের যোগান দেয় পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরি। তবে শোনা যাচ্ছে, তারা নাকি ইতিমধ্যেই গোলা বারুদের যোগান দিতে হাপিয়ে উঠেছে। এদিকে ইউক্রেনকে অস্ত্র সাহায্য করতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে পাকিস্তান।

বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, পাকিস্তানের অস্ত্র ভান্ডারের অবস্থা এখন শোচনীয়। মূলত কয়েক যুগ পুরনো সব অস্ত্রই এখন আর্থিক দিক থেকে ভেঙে পড়া পাকিস্তানের সম্বল। প্রথমত আর্থিক দুর্বলতা ও পুরনো পরিকাঠামোর জেরে প্রতিমুহূর্তে ধাক্কা খাচ্ছে উৎপাদন। ANI রিপোর্টে দাবি করা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চায়, তবে খুব বেশি হলে 96 ঘন্টা অর্থাৎ মেরে কেটে 4 দিন নিজেদের মান্ধাতার আমলের অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারবে তারা। আর এই সময়টুকু পেরিয়ে গেলে পাক সেনাদের কার্যত খালি হাতে দাঁড়িয়ে থাকতে হবে। আর সেই সুযোগ কি ভারত একেবারেই নেবে না?

ভারতের সাথে পাল্লা দিতে গিয়ে ব্যর্থ পাকিস্তান

সাম্প্রতিক বছরগুলিতে ভারত যেভাবে উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জামে অস্ত্র ভান্ডার ভরিয়েছ, সেই দৌঁড়ে পাকিস্তান একেবারে ডাহা ফেল। তবে ভারতের সাথে প্রতিমুহূর্তে পাল্লা দেওয়ার চেষ্টা করেছে পাক সেনারা, কিন্তু তা কাজে নয় শুধুই বড় বড় বাতেলায়। সামরিক সরঞ্জামে পাল্লা দেওয়া তো দূর, ভারতের সাথে কোনও ক্ষেত্রেই লড়াইয়ের ক্ষমতা নেই পাকিস্তানের। আর্টালারি অর্মাড ইউনিটে কাজ করতে গিয়ে প্রতিবার সমস্যার মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে।

অবশ্যই পড়ুন: জোকা-মাঝেরাহাট মেট্রো নিয়ে বিরাট সুখবর, লাভবান হবেন হাজার হাজার যাত্রী

সূত্রের খবর, পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম অস্ত্র M109 হাউতজার কামান ও BM-21 এর জন্য প্রয়োজন হয় 155mm শেল এবং 122mm রকেট। জানা যাচ্ছে, বর্তমানে সেই মূল রসদ যোগাতে একেবারে নাজিহাল অবস্থা পাকিস্তানের। বেশ কয়েকটি প্রতিবেদন মারফত খবর, কামানের সেল ও কার্তুজ গুলি নিয়ে বড়সড় সঙ্কটের মুখে পড়েছে পাকিস্তান। সব মিলিয়ে, দুর্বল অর্থনীতি, সাময়িক অস্ত্র ভাণ্ডার ও একাধিক সামরিক সরঞ্জামের সঙ্কট নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের দিবাস্বপ্ন দেখা পাকিস্তান রয়ে গেল পাকিস্তানেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group