সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলে চাকরি কোটি কোটি তরুণ-তরুণীর স্বপ্ন। আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এবার 11,558 শূন্যপদে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা NTPC পরীক্ষার (RRB NTPC Exam) আয়োজন করতে চলেছে। প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT-1) সম্ভাব্য সময়সূচী ইতিমধ্যেই প্রকাশ করে দেওয়া হয়েছে RRB-র তরফ থেকে।
আপনার তার নাম যদি এই তালিকায় থেকে থাকে, তাহলে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোডের পদ্ধতি, পরীক্ষার সময়সূচী, পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে আগেভাগেই জেনে নেওয়া ভালো। তাই প্রতিবেদনটির উপর চোখ রাখুন।
আগেই জানিয়ে রাখি, এবার নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা NTPC পদের জন্য 11,558টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ভারতীয় রেলের তরফ থেকে। তবে প্রায় 1.21 কোটি আবেদনকারী এই পদের জন্য আবেদন করেছিল। আর আবেদনের করা যাচ্ছিল সেপ্টেম্বর-অক্টোবর, 2024-র মধ্যে।
কীভাবে নিয়োগ করা হবে?
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যেমনটা জানানো হয়েছিল, এখানে দুটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা (CBT-1) এবং মেইন পরীক্ষা (CBT-2) নেওয়া হবে। এরপর পদের উপর নির্ভর করে স্কিল বা টাইপিং টেস্ট নেওয়া হবে। সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
CBT-1 পরীক্ষার খুঁটিনাটি
এখনো পর্যন্ত যেমনটা খবর, CBT-1 পরীক্ষাটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই হবে এবং ১০০টি MCQ প্রশ্ন হবে। পরীক্ষার সিলেবাস বলতে গেলে General Awareness, Mathematics, General Intelligence এবং Reasoning-র উপরে প্রশ্ন থাকবে। মোট নম্বর থাকবে 100 এবং সময় পাওয়া যাবে 90 মিনিট। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.33 নম্বর কাটা যাবে।
কীভাবে প্রস্তুতি নেবেন?
পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই বিগত বছরের প্রশ্নপত্র দেখে অন্তত আধ ঘন্টা সময় বরাদ্দ করতে হবে General Awareness-র জন্য। এরপর সময় ঠিক করে মক টেস্ট দিন, টাইম ম্যানেজমেন্ট করতে শিখুন। অংকের সূত্রগুলিকে ঠোটস্ত রাখুন, যাতে সেকেন্ডের মধ্যেই অঙ্ক সমাধান করে দেওয়া যায়। এমনকি প্রতিদিনের খবর ও গাণিতিক বিষয়গুলির রিভিশন করে যান।
অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন?
RRB NTPC পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে যেতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (www.rrbcdg.gov.in)। এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড বসিয়ে লগইন করতে হবে। এরপর খুব সহজেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে জানিয়ে রাখি, পরীক্ষার ঠিক 10 দিন আগে পাবেন সিটি ইন্টিমেশন স্লিপ এবং ঠিক 4 দিন আগে চালু হবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন।
আরও পড়ুনঃ তিন ব্যাঙ্ক থেকে হয়ে গেল এক! বাংলায় পথচলা শুরু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের
পরীক্ষা কবে হবে?
এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে আগামী জুন মাসেই RRB NTPC CBT-1 পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তাই হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। জোরকদমে প্রস্তুতি সেরে নিন এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করুন এবং কোনও পরিবর্তন বা আপডেট মিস করবেন না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |