কাশ্মীরে ফের ঝরল রক্ত, ৭০০ ফুট গভীর খাদে ভারতীয় সেনার ট্রাক! মৃত ৩ জওয়ান

Published:

Indian Army truck falls into 700 Ft deep ditch in Jammu And Kashmir 3 soldiers Killed
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই উত্তপ্ত গোটা দেশ। বিশেষত জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পরিস্থিতি এখন একেবারে ভয়াবহ! প্রত্যেক মিনিটে মিনিটে পাক জঙ্গিদের খোঁজে টহল দিচ্ছে ভারতীয় সেনা। সীমান্তে জারি রয়েছে হাই অ্যালার্ট।

এদিকে দুই দেশের দ্বিপাক্ষিক দ্বন্দ্বের মাঝে প্রতিমুহূর্তে বিনা কারণে গুলি চালাচ্ছে পাক সেনারা। সীমান্তে জবাব দিচ্ছে ভারতীয় জাওয়ানরাও। কাশ্মীরের পরিস্থিতি যখন এমন, ঠিক সেই সময়ে উঠে এল মর্মান্তিক খবর। শোনা যাচ্ছে, রামবানে সেনাবাহিনীর কনভয়ের একটি গাড়ি গভীর খাদে পড়ে 3 ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

কীভাবে ঘটল এমন ভয়াবহ দুর্ঘটনা?

রামবান থেকে 3 সেনার মৃত্যুর খবর সামনে আসতেই খোঁজ নিয়ে জানা গেল, রবিবার জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর একটি কনভয়। গাড়িগুলি যখন রামবানের ব্যাটারি চশমা এলাকায় পৌঁছয় ঠিক সেই মুহূর্তে সেনা কনভয়ের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সূত্রের খবর, রামবানের কাছে প্রায় 700 ফুট গভীর খাদে পড়ে যায় ওই ট্রাকটি।

দুর্ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য মোকাবিলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা। দীর্ঘক্ষণ যুদ্ধকালীন তৎপরতায় জলে উদ্ধার কার্য। ঘটনাস্থলে পৌঁছয় জম্মু ও কাশ্মীর পুলিশও। সূত্রের খবর, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 3 সেনা জওয়ানের। পুলিশ সূত্রে খবর, তাঁদের ইতিমধ্যেই স্থানীয় জেলা হাসপাতালে যাওয়ার প্রক্রিয়া চলছে।

অবশ্যই পড়ুন: আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতায় কালবৈশাখী, ইডেনে ম্যাচ ভেস্তে গেলেই যাত্রা শেষ KKR-র?

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় 26 জন নিরাপরাধের মৃত্যুর পর পাক জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে বেশ কয়েকজন ভারতীয় সেনার! এহেন আবহে মৃত্যু শোক কাটিয়ে ওঠার আগেই ফের সড়ক দুর্ঘটনায় 3 ভারতীয় জাওয়ানের মৃত্যুর খবর দেশবাসীকে বড় ধাক্কা দিল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join