Indiahood-nabobarsho

ডবল ঝটকা! ফিক্সড ডিপোজিট নিয়ে গ্রাহকদের দুঃসংবাদ দিল PNB ও SBI

Published on:

pnb sbi

সৌভিক মুখার্জী, কলকাতা: একমাস যেতে না যেতেই গ্রাহকদের বিরাট ঝটকা দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। হ্যাঁ, পিএনবি ফের তাদের এফডিতে সুদের হার (FD Interest Rate) কমানোর পথে হাঁটল। 1 মে থেকে নতুন হারে স্থায়ী আমানতে সুদ পাবে সাধারণ গ্রাহকরা। আর সবথেকে অবাক করার বিষয় হল, এপ্রিল মাসেও সুদের হার অনেকটা কমিয়েছিল দেশের এই বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এবার এপ্রিল গড়িয়ে মে মাস পড়তেই দ্বিতীয় বার সুদের হার কামানোর সিদ্ধান্ত নিয়েছে পিএনবি। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন সুদের হার কিরকম থাকছে?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, 7 দিন থেকে 10 বছর মেয়াদের এফডির জন্য এবার 3.5% থেকে 7.1% হারে সুদ দেওয়া হবে। জানা যাচ্ছে, সর্বোচ্চ সুদ মিলবে 390 দিনের এফডিতে, যেখানে 7.1% সুদ পাওয়া যাবে। তবে জানিয়ে রাখি, সাধারণ গ্রাহকদের জন্য অন্যান্য মেয়াদের এফডিতে সুদের হারও সামান্য কমানো হয়েছে। বলে রাখা ভালো, এই হ্রাস 3 কোটি টাকার নিচে লগ্নীকারীদের জন্যই প্রযোজ্য হবে।

প্রবীণ নাগরিকদের জন্য স্বস্তি

তবে প্রবীণ নাগরিকদের জন্য পিএনবি কিছুটা স্বস্তি দিয়েছে। হ্যাঁ, এবার বয়স অনুযায়ী প্রবীণ নাগরিকদের সুদের হার কিছুটা বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে, 60 থেকে 80 বছর বয়সীদের জন্য 5 বছরের এফডিতে এবার 50 বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেওয়া হবে। পাশাপাশি 5 বছরের বেশি মেয়াদের এফডিতে এই বোনাস বাড়বে 80 বেসিস পয়েন্ট। আর এই হিসাবে প্রবীণ নাগরিকদের সুদের হার দাঁড়াচ্ছে 1% থেকে 7.5%।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সবথেকে বড় ব্যাপার, সুপার সিনিয়র সিটিজেনদের জন্য পিএনবি আরও বেশি সুদ অফার করছে। হ্যাঁ, 5 বছরের এফডিতে সুদ মিলবে 4.3% এবং 5 বছরের বেশি মেয়াদি এফডিতে এবার সুপার সিনিয়র সিটিজেনরা 7.9% হারে সুদ পাবে।

স্টেট ব্যাঙ্কও কমাল সুদের হার

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দেখানো পথে এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও হেঁটেছে। এবার 1 থেকে 2 বছর মেয়াদি এফডিতে সাধারণ গ্রাহকরা 6.7% হারে সুদ পাবে, যেখানে আগে এই হার ছিল 6.8%। প্রবীণ নাগরিকদের জন্য এই মেয়াদে সুদের হার আরও কমানো হয়েছে। এখন 7.2% হারে সুদ দেওয়া হচ্ছে, যা আগে ছিল 7.3%।

শুধু তাই নয়, 2 থেকে 3 বছর মেয়াদি এফডির জন্য এখন সাধারণ গ্রাহকদের সুদ দেওয়া হবে 6.9% এবং প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হবে 7.4%।

আরও পড়ুনঃ DA মামলার পরের দিনই, ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে বড় পদক্ষেপ রাজ্যের

ব্যাঙ্কগুলির বারবার সুদের হার কমানোর ফলে সাধারণ গ্রাহকরা লোকসানের মুখে পড়ছে। বিশেষ করে যারা বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে এফডিকে বেছে নেন, তাদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। তবে এফডি ছাড়াও এখন অনেকে পোস্ট অফিসের স্কিমের দিকে নজর দিচ্ছে। পাশাপাশি মিউচুয়াল ফান্ড বা সরকারি বন্ডের দিকেও নজর দেওয়া যেতে পারে। তবে ঝুঁকি ও রিটার্ন সম্বন্ধে বুঝে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group