সহেলি মিত্র, কলকাতাঃ রাজ্য পুলিশে ফের একবার বিরাট রদবদল ঘটতে চলেছে। এবার অনেকেই উচ্চ পদস্থ পদে পদোন্নতি (Police Promotion) পেতে পারেন বলে ভবানী ভবন সূত্রে খবর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও কি একজন পুলিশ কর্তা? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। জানা গিয়েছে, আগামী দিনে কিছু শাখায় কর্মরত এসআইরা প্রমোশন পেয়ে ধাপে ধাপে এসপি এবং অ্যাডিশন্যাল এসপি পদে উন্নীত হতে পারবেন।
রাজ্য পুলিশে ব্যাপক পদোন্নতির সম্ভাবনা
ভবানী ভবন সূত্রে খবর, সম্প্রতি রাজ্য পুলিসে এসপি পদমর্যাদার ১৭টি এবং অ্যাডিশন্যাল এসপি পদমর্যাদার ২৪টি নতুন পদ তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে। নতুন পদগুলির সবক’টিই নাকি ‘নন আইপিএস’ হিসেবে গণ্য করা হবে। এদিকে স্বরাষ্ট্র দফতরের তরফে এই প্রস্তাব পাশ হলে, রাজ্য পুলিশে ‘আর্মড’ এবং ‘নন আর্মড’ শাখায় কর্মরত এসআইরা প্রমোশন পেয়ে ধাপে ধাপে এসপি এবং অ্যাডিশন্যাল এসপি পদে উন্নীত হতে পারবেন। পদোন্নতির পাশাপাশি সকলের বেতনও একলাফে বেশ খানিকটা বাড়বে বলে অনুমান। এহেন অবস্থায় রাজ্যের তরফে বেশ অনেক টাকাই খরচ হবে।
সুপারিশ অনুযায়ী, সরাসরি আইপিএসের পাশাপাশি এখন থেকে আমর্ড ফোর্স ও আন–আমর্ড ফোর্সে কর্মরত সাব ইনস্পেক্টরদের বিভিন্ন জায়গায় আইপিএসদের সঙ্গেই দ্বিতীয় ডিসি বা দ্বিতীয় পুলিশ সুপার পদে এবং ট্র্যাফিক পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার পদে নিয়োগ করতে চায় পুলিশ ডিরেক্টরেট।
আরও পড়ুনঃ DA মামলার পরের দিনই, ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে বড় পদক্ষেপ রাজ্যের
২৫ কোটি টাকারও বেশি খরচ হবে রাজ্যের !
রিপোর্ট অনুযায়ী, রাজ্যের তরফে আবার এই সুপারিশ বাস্তবায়িত হলে বছরে ১৭টি এসপি বা ডিসি পদের জন্যে সরকারের বেতন বাবদ খরচ হবে প্রায় ২৫ কোটি ৪৮ লক্ষ টাকা এবং ২৪টি অতিরিক্ত পুলিশ সুপারের বেতন দিতে বার্ষিক খরচ হবে ২৫ কোটি ৬৪ লক্ষ টাকা। অঙ্কটা নেহাতই কম নয়। পুলিশের উচ্চ পদস্থ পদে বারবার চর্চা হলেও কনস্টেবল নিয়োগ নিয়ে সরকারের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। এখন আগামী দিনে সরকার এই বিষয়টি নিয়ে কোনও ভাবনাচিন্তা করে কিনা সেদিকে নজর থাকবে সকলের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |