রোজ গোপনে করা কাজই বদলে দিল ভাগ্য, লটারিতে কোটি টাকা জিতে হতবাক নদিয়ার অটোচালক

Published:

Nadia auto driver wins 1 crore in lottery
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অভ্যাস নয়! তবে গোপনে নিয়মিত করতেন একটি কাজ। আর তাতেই ভাগ্য ফিরল নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জ এলাকার এক অটো চালকের। হ্যাঁ, পেশায় অটোচালক ওই ব্যক্তি প্রায়শই লটারির টিকিট কাটতেন। একদিন নিজের চেনা নিয়মেই লটারির নম্বর মিলিয়ে দেখতে গিয়ে চক্ষু ছানাবড়া হয়ে যায় তাঁর। বুঝে যান, প্রথম পুরস্কার জিতেছেন তিনি। তবে রাতারাতি কোটিপতি হয়েও অটো চালকের বক্তব্য, লটারি কাটাই যেতে পারে, কিন্তু তা যেন আসক্তি হয়ে না দাঁড়ায়।

নিরাপত্তার কারণে থানায় রাত্রিযাপন

নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার লক্ষণবাবু পেশায় একজন খেটে খাওয়া অটোচালক। তবে নিজস্ব পেশার পাশাপাশি গোপনে লটারি কাটা চালিয়ে গিয়েছিলেন তিনি। তেমনই গত শনিবার 120 টাকা দিয়ে একটি লটারির টিকিট কেটে নম্বর মিলিয়ে দেখতেই চোখ কপালে ওঠে লক্ষণ বাবুর। বুঝতে পারেন, টিকিটে কোটি টাকা ফেঁসেছে, তবে আনন্দের মধ্যেও যেন মনে মনে ভয় কাজ করছিল তাঁর।

পাছে লটারির টিকিট চুরি হয়ে যায় তড়িঘড়ি নিরাপত্তার স্বার্থে কৃষ্ণগঞ্জ থানায় হাজির হন ওই লটারি বিজেতা। থানায় গিয়ে পুলিশকে গোটা ঘটনা খুলে বলার পরই লক্ষণবাবুর টিকিট জমা রেখে দেন এক পুলিশ আধিকারিক। জানা যায়, পেশায় অটোচালক লক্ষণ পাল পুলিশের কথায় শনিবার গোটা রাত থানাতেই কাটিয়েছিলেন। কোনও মতে ভয়ে ভয়ে রাত কাটতেই রবিবার সকালে পুলিশি নিরাপত্তা নিয়ে ব্যাঙ্কে পৌঁছে টিকিট জমা দেন তিনি।

অবশ্যই পড়ুন: ডবল ঝটকা! ফিক্সড ডিপোজিট নিয়ে গ্রাহকদের দুঃসংবাদ দিল PNB ও SBI

কোটি টাকা দিয়ে কী করবেন লক্ষণবাবু?

লটারিতে কোটি টাকা জেতার খবর নিজেই বিশ্বাস করতে পারেননি কৃষ্ণগঞ্জের বাসিন্দা অটোচালক লক্ষণ। তবে ঘোর কাটার পর বুঝতে পারলেন ভাগ্য ফিরেছে তাঁর। এখন তিনি কোটিপতি। তবে এই অর্থ দিয়ে ঠিক কী কী করবেন লক্ষণবাবু? অটোচালক লক্ষণ জানান, এই কোটি টাকার মধ্যে কিছু টাকা দিয়ে পুরনো লোন শোধ করবেন তিনি। সেই সাথে নিজের মনের মতো একটি বাড়ি কেনার ইচ্ছে রয়েছে তাঁর। পাশাপাশি মেয়ের ভবিষ্যতের জন্য ও নিজেদের জন্য বাকি অর্থ সঞ্চয় করে রাখবেন নদিয়ার এই ভাগ্যবান।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join