বিক্রম ব্যানার্জী, কলকাতা: 1 রানের মূল্য কতটা? রবিবার রাজস্থানকে হারিয়ে তা বুঝিয়ে দিয়েছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আর এই কঠিন জয়ের পর প্লে অফের রাস্তায় নিজেদের দৌড় অব্যাহত রেখেছেন অজিঙ্কা রাহানেরা। তবে গতকাল নাইটের প্লে অফ রক্ষার ম্যাচে জাতের খেলা দেখিয়েছেন RR অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)।
এদিন এই অহমিয়া ক্রিকেটারের ঝোড়ো ব্যাটিংই ত্রাস হয়ে উঠেছিল নাইটেদের। ইডেনের মাঠে রিয়ানের অনবদ্য ইনিংস দেখে মনে হচ্ছিল ফের ধাক্কা খাবে KKR! তবে শেষ পর্যন্ত তেমনটা না হলেও অধিনায়ক হিসেবে দলের দুঃসময়ে ছয়ের বন্যা বইয়ে আগুন ঝরিয়েছিলেন পরাগ। মাত্র 45 বলে 95 রান করে RR অধিনায়ক বুঝিয়েছিলেন তাঁর ক্রিকেট দক্ষতা। কিন্তু তা সত্ত্বেও তৈরি হল না কোনও ইতিহাস।
রিয়ানের পেটানি
রবিবার কলকাতার ঘরের মাঠে 8 ওভারে 71 রান তুলতে গিয়ে 5 উইকেট হারায় রাজস্থানের। এদিন KKR বোলারদের বিপক্ষে টিকে থাকা যেন বৈভব সূর্যবংশীদের জন্য একেবারে চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। আর ঠিক সেই সময়ে একেবারে উদ্ধারকারী হিসেবে মাঠে নেমে নিজের সুপ্ত প্রতিভার জানান দিয়েছিলেন রিয়ান। এদিন KKR-র বোলিং আক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে হাফ ডজন চার ও 8 ছক্কায় মাত্র 45 বলে 95 রানের বিধ্বংসী ইনিংস খেলেন পরাগ।
রিয়ানের আগুনে ফর্ম দেখে মনে হচ্ছিল নাইটদের জয় অসম্ভব। এদিন 18 ওভারে আউট হয়ে মাঠ ছাড়ার আগে 13 ওভার চলাকালীন পরপর 5টি ছয় মেরে নিজের ক্ষমতার জানান দেন RR অধিনায়ক। আর ঠিক এর পরের ওভারেই বরুণ চক্রবর্তীকে স্বাগত জানাতে আরও একটি ছয় হাঁকান রিয়ান। হিসেব বলছে, পরের ওভারের প্রথম বলে হলেও পরপর 6টি ছয়ই মেরেছেন পরাগ।
অবশ্যই পড়ুন: রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১ রানে সম্মান রক্ষা! প্লে অফের অঙ্ক কতটা সহজ হল KKR-র?
রিঙ্কু, গেইলদের রেকর্ডে থাবা বসালেন রিয়ান?
কলকাতার বিরুদ্ধে পরপর 5 বলে 5টি ছয় হাঁকিয়ে রিঙ্কু সিং, ক্রিস গেইল, রাহুল তেওয়াটিয়াদের ক্লাবে ঢুকে পড়েছেন পরাগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এখনও পর্যন্ত 6 বলে 6টি ছয়ের রেকর্ড গড়তে পারেননি কোনও খেলোয়াড়। তবে রবির ম্যাচে কলকাতাকে ছাতু করে রিয়ান যে পরপর 5টি ছয় হাঁকিয়েছেন তা রিঙ্কু, গেইলদের সমকক্ষ।
তবে রাজস্থান সেনাপতির এমন কীর্তির পরও কেন কোনও ইতিহাস তৈরি হল না, তা নিয়ে প্রশ্নবান ছুঁড়ছেন অনেকেই। যদিও হিসেবটা কিন্তু একেবারে জলের মতো। ওয়াকিবহাল মহল বলছে, পরাগ যদি গতকাল 6 বলে 6টি ছয় হাঁকাতেন তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসে তৈরি হতো বিরাট নজির। তবে সেই কাজ আপাতত করতে পারিনি তিনি।