Indiahood-nabobarsho

পাল্টে গিয়েছিল হাইকোর্টের জামিনের রায়, এবার আরও এক মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ

Published on:

Chinmoy Krishna Das

প্রীতি পোদ্দার, ঢাকা: খবরের শিরোনামে ফের উঠে এল চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। কোটা বাতিলের আন্দোলনকে ঘিরে বাংলাদেশ যখন উত্তপ্ত তখন বাধ্য হয়ে শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন। এদিকে সরকারের পতনের পরে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে আন্দোলন করেছিলেন চিন্ময়কৃষ্ণ দাস। সেই সময়েই রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গ্রেফতার করে। কিছুদিন আগেই দীর্ঘ পাঁচ মাস কারাবাসের পর সেই মামলার জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট। যদিও এখনও পর্যন্ত তাঁর জেলমুক্তি হয়নি। কিন্তু এর মাঝেই ফের তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে অন্য একটি মামলায়। ‘শোন অ্যারেস্টের’ নির্দেশ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোন কারণে গ্রেফতারির নোটিস?

গত বছর নভেম্বর মাসে চট্টগ্রাম আদালত চত্বরে চিন্ময়কৃষ্ণের জামিনের শুনানিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছিল। চারিদিকে হিংসাত্মক অশান্তি, এমনকি এই ঘটনায় কুপিয়ে এবং পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। সেই ঘটনার জেরে পুলিশের দায়ের করা ছ’টি মামলায় ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে এখনও ২১ জন জেল হেফাজতে রয়েছেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্তেরা। কিন্তু তদন্ত তখনও চলছে। সেই সময় তদন্তকারীদের দাবি ছিল যে, এই ঘটনার সঙ্গে চিন্ময়কৃষ্ণের সরাসরি যোগ রয়েছে, তাই সেই কারণে চিন্ময়কৃষ্ণকে গ্রেফতারির নির্দেশ দিয়েছে আদালত।

শোন অ্যারেস্টের নির্দেশ চিন্ময়কে!

সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার, এই মামলার ভার্চুয়াল শুনানিতে চট্টগ্রামের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ সমস্ত দিক পর্যবেক্ষণ করে ‘শোন অ্যারেস্ট’ বা জেল হেফাজতেই ফের গ্রেফতারের নির্দেশ দেন চিন্ময়কৃষ্ণকে। এদিন শুনানিতে চিন্ময়কৃষ্ণের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না বলেও জানিয়েছে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম। আইনজীবীর মৃত্যুর এই মামলায় মূল অভিযুক্তেরা হলেন চন্দন দাস, রিপন দাস, রাজীব ভট্টাচার্য প্রমুখ। এই আবহে একাধিক মামলায় জড়িয়ে ফের আইনি জটিলতায় পড়েছেন চিন্ময়কৃষ্ণ। মুক্তি মিলবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ পাল্টে গিয়েছিল হাইকোর্টের জামিনের রায়, এবার আরও এক মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে বাংলাদেশের পতাকার অবমাননা এবং রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছিল চিন্ময়কৃষ্ণকে। আর তারপরেই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। ইসকন মন্দিরকে ঘিরে চট্টগ্রামসহ দেশের একাধিক জায়গায় বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করলেও, সরকারের পক্ষ থেকে সেই আদেশ মানেনি। তখনই সেই নির্দেশ স্থগিতের আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে সরকার। কিন্তু বিপদ যেন কিছুতেই ছাড়তে চাইছে না চিন্ময়কৃষ্ণকে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group