Indiahood-nabobarsho

বারাসাত নিয়ে দুঃসংবাদ! এয়ারপোর্ট সহ আরেকটি স্টেশন নিয়ে তোরজোড় শুরু মেট্রোর

Published on:

General Manager inspects Jai Hind Airport and Mother Wax Metro Station areas

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নোয়াপাড়া-বারাসাত মেট্রো লাইনে আপাতত নজর নেই! কলকাতার অপর একটি লাইনের পরিদর্শন সারলেন মেট্রো (Metro) রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। সূত্রের খবর, শনিবার কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ এয়ারপোর্ট থেকে সরাসরি মাদার ওয়াক্স স্টেশন পর্যন্ত সম্পূর্ণ অংশ পরিদর্শন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। এদিন রেড্ডির সাথেই উপস্থিত ছিলেন মেট্রো রেলের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেডের কর্তারাও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এয়ারপোর্ট স্টেশন থেকে শুরু হয় পরিদর্শন

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, গত শনিবার সকালে এয়ারপোর্ট স্টেশন অর্থাৎ জয়হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে পরিদর্শন শুরু করেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার উদয়কুমার রেড্ডি। সাথে ছিলেন মেট্রো রেলের অন্যান্য আধিকারিক থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত এজেন্সি বিকাশ নিগম লিমিটেডের শীর্ষ কর্তারা।

সূত্রের খবর, কলকাতা মেট্রোর যে কয়েকটি লাইন রয়েছে তার মধ্যে শুধুমাত্র বিমানবন্দর বা এয়ারপোর্ট মেট্রো স্টেশন ছুঁয়ে যায়। যার মধ্যে একটি লাইন আসছে সোজা নিউ গড়িয়া থেকে, এবং অন্যটি বারাসাত থেকে ইয়েলো লাইন হয়ে আসছে। শোনা যাচ্ছে, জেনারেল ম্যানেজারের পরিদর্শনের পর এবার সব ঠিক থাকলে শীঘ্রই এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা চালু হতে পারে। তবে নিউ গড়িয়া থেকে আসা লাইনে এয়ারপোর্ট স্টেশনের পরিষেবা কবে শুরু হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এয়ারপোর্ট ও মাদার ওয়াক্স স্টেশন পরিদর্শন

শনিবার মেট্রোর অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে এয়ারপোর্ট মেট্রো স্টেশনের এন্টার ও এক্সিট পথ, টানেল ভেন্টিলেশন সিস্টেম থেকে শুরু করে মেট্রো গেট, ইলেকট্রনিক সাব স্টেশন সহ স্টেশনের অন্যান্য অংশগুলি খতিয়ে দেখেন জেনারেল ম্যানেজার। অন্যদিকে মাদার ওয়াক্স স্টেশনে পৌঁছে একইভাবে স্টেশনের ঢোকা এবং বেরোনোর পথ, যাত্রীরা ঠিক ঠিকভাবে পরিষেবা পাবেন কিনা, সে বিষয়ে খতিয়ে দেখতে গিয়ে কী কী পরিকাঠামো ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে সেই সব অংশের পরিদর্শন সরেন রেড্ডি।

General Manager inspects Jai Hind Airport and Mother Wax Metro Station

অবশ্যই পড়ুন: ভারতীয় ফুটবলের কালো দিন! ঐতিহ্যের তকমা হারাল ইস্টবেঙ্গল, মোহনবাগান

কবে নাগাদ চালু হবে অরেঞ্জ লাইনের গোটা পরিষেবা?

জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডির পরিদর্শনের পরই অনেকেই আশা করছেন, খুব শীঘ্রই অরেঞ্জ লাইনের পুরো অংশের মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যেতে পারে। তবে সূত্র বলছে, আপাতত সেই সম্ভাবনা খুব একটা নেই। ঠিক কবে নাগাদ অরেঞ্জ লাইনের পুরো অংশের বাণিজ্যিক পরিষেবা শুরু হবে তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলেই।

কলকাতা মেট্রো সূত্রে খবর, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করা গেলে পরিষেবা চালু করা সম্ভব হবে। তবে অরেঞ্জ লাইন নিয়ে আপাতত বিশেষ সবুজ সংকেত না মিললেও ইয়েলো লাইন নিয়ে আশা করাই যায়। তবে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোর বড় অংশের কাজ হলেও বারাসাত নিয়ে এখনই কোনও সুখবর নেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group