Indiahood-nabobarsho

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই যাওয়া উচিৎ! এতদিন মুর্শিদাবাদে না যাওয়ার কারণ জানালেন মমতা

Published on:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ওয়াকফ আইনের বিরোধিতা করে গত মাসে এক অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদ এলাকায়। বাড়ি ঘর ভাঙচুর থেকে শুরু করে পুলিশের গাড়িতে আগুন লাগানোর মত ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, স্বাভাবিক জনজীবন দেখা যাচ্ছে। আর এই আবহে অবশেষে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে গিয়েছেন। কিন্তু সেখানে যাওয়ার আগে এদিন বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মিডিয়ার সামনে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন কেন তিনি এতদিন মুর্শিদাবাদ যাননি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিরোধীদের জবাব মমতার

মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তির ঘটনার পর কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এতদিন সেখানে যাননি এই প্রশ্ন নিয়ে একাধিকবার আক্রমণ শানিয়েছিলেন বিরোধীরা। তাই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “ অনেক আগেই তিনি মুর্শিদাবাদে যেতে পারতেন, কিন্তু পরে তিনি ঠিক করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই সেখানে যাওয়া উচিত। যদিও অনেক আগেই এখানে শান্তি ফিরে এসেছে।” এছাড়াও তিনি বলেন যে, “ অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধামের একটি অনুষ্ঠান ছিল, সেটা সম্পূর্ণ হয়েছে, তাই আজ যাচ্ছি। তবে আবহাওয়ার জন্য হেলিকপ্টারে যাচ্ছি না। এই ধরনের জেলা সফরের আগে অনেক আগে থেকেই পরিকল্পনা করতে হয়।”

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের কর্মসূচি নিয়ে সংবাদমাধ্যমকে অনেক তথ্য জানান। তিনি বলেন, “আমি মঙ্গলবার ধুলিয়ান, সুতি ও বহরমপুরে যাব। সেখানে ধুলিয়ানে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে বিডিও অফিসে সাক্ষাৎ করে আর্থিক ক্ষতিপূরণ, বাংলার বাড়ি ও দোকান তৈরি করা নিয়ে আলোচনা করা হবে। মৃত পরিবারগুলোকে আমরাও আর্থিক ক্ষতিপূরণ দিয়েছি। কিন্তু কেউ যদি না নেয় আমার হাতে নেই। কিন্তু যে বা যাঁরা ক্ষতিপূরণ নিতে আসবেন তাঁদের সঙ্গে বিডিও অফিসে আমি দেখা করব। তাঁদের কথা শুনব। বাংলার বাড়ি করব। দোকানও তৈরি করব।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ পাল্টে গিয়েছিল হাইকোর্টের জামিনের রায়, এবার আরও এক মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ

কিন্তু এদিন মুর্শিদাবাদে জেলা সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ৩৫৬ সুপারিশ নিয়ে কোনওরকম তথ্য দেননি। বরং তিনি বলেন, “রাজ্যপালের শরীর ঠিক নেই। উনি এখন হাসপাতালে রয়েছেন। তাই ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।” এদিকে, রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদ সংক্রান্ত একটি রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠিয়েছিলেন। ওই রিপোর্টে পরিস্থিতি আরও খারাপ বলে সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ লাগুর সুপারিশ করা হয়েছিল। একইসঙ্গে রিপোর্টে রাজ্য প্রশাসনের ব্যর্থতার কথাও তুলে ধরেছেন বোস।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group