দিঘা থেকে NJP অবধি চলবে বন্দে ভারত? দেখে নিন সম্ভাব্য সময়সূচী, ভাড়া ও রুট

Published:

Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গবাসীর জন্য বিরাট সুখবর। রাজ্যের রেলম্যাপে যুক্ত হতে চলেছে এক নয়া অধ্যায়। সূত্রের খবর, ভারতীয় রেলের নতুন প্রকল্পের আওতায় এবার দিঘা থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Digha New Jalpaiguri Vande Bharat Express) চালু হতে চলেছে। একদিকে যেমন দ্রুতগতির এই ট্রেন রাজ্যের দুই প্রান্ত অর্থাৎ, দীঘা সমুদ্রসৈকত থেকে ডুয়ার্সের সবুজে মোড়া নিউ জলপাইগুড়িকে যুক্ত করবে, তেমনই পর্যটন শিল্পকে নয়া গতি দেবে।

কতটা পথ এবং কতটা সময় লাগবে?

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি প্রায় 880 কিলোমিটার পথ অতিক্রম করবে এই রুটে, আর সময় লাগবে 10 ঘন্টারও কম। সূত্রের খবর, এটি চলবে আসানসোল ভায়া হয়ে। আর এই ট্রেনটি চালু হলে পশ্চিমবঙ্গবাসীর দ্রুত ও আরামদায়ক সফরের সুবিধা মিলবে।

কোন কোন স্টেশনে থামবে ট্রেনটি?

এই ট্রেনের রুট সম্পর্কে যদি কথা বলি, তাহলে ট্রেনটি থামবে তমলুক, খড়গপুর, মেদিনীপুর, বাঁকুড়া, আদ্রা, আসানসোল, রামপুরহাট, মালদা টাউন, বারসোই জংশন এবং কিশান্গঞ্জ জংশন স্টেশনে। আর এই স্টপেজগুলির মাধ্যমে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে সম্পর্ক এক নয়া উচ্চতায় পৌঁছোবে। 

ট্রেনটির সময়সূচী

এই ট্রেনটি চালু হলে এই রুটের সবথেকে দ্রুতগামী ট্রেন হবে এটি। জানা যাচ্ছে, ট্রেনটি দীঘা থেকে রওনা দেবে সকাল 5:50 মিনিটে এবং নিউ জলপাইগুড়িতে পৌঁছোবে দুপুর 2:50 মিনিটে এবং ফেরার সময় নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে বিকেল 3:25 মিনিটে এবং দীঘায় পৌঁছোবে রাত 11:50 মিনিটে।

কী ধরনের কোচ থাকবে ট্রেনটিতে?

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, ট্রেনটিতে মোট 16টি কোচ থাকবে, যেখানে দুই ধরনের আসনের ব্যবস্থা থাকবে। হ্যাঁ, ট্রেনটিতে থাকছে AC চেয়ার কার এবং Executive AC চেয়ার কার।

আরও পড়ুনঃ KKR-র ভরসা, রাসেল-নারাইনদের বিপদ থেকে উদ্ধার করেন বাংলার অজিত! চেনেন তাঁকে?

ভাড়া কত হতে পারে?

প্রাথমিকভাবে যা অনুমান করা হচ্ছে, ট্রেনটির AC চেয়ার কার কোচে ভাড়া হতে পারে 1600 টাকা মাথাপিছু এবং Executive AC চেয়ার কার কোচে ভাড়া হতে পারে 2700 টাকা মাথাপিছু। তবে হ্যাঁ, টিকিটের দাম যাত্রাপথ বা চাহিদার ভিত্তিতে কিছুটা পরিবর্তন হতে পারে।

এক কথায়, এই ট্রেন চালু হলে শুধুমাত্র পর্যটন নয়, বরং ব্যবসা, শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে বিরাট উপকৃতভাবে সাধারণ মানুষ। দীঘা যেমন একদিকে দক্ষিণবঙ্গের জনপ্রিয় সমুদ্রতট, তেমনই নিউ জলপাইগুড়ি উত্তরবঙ্গের প্রধান আকর্ষণ। আর এই দুই স্থানকে এক সুতোয় বেঁধে দেবে ট্রেনটি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join