বিক্রম ব্যানার্জী, কলকাতা: সারা বছরই নতুন নতুন স্কিম নিয়ে হাজির হয় ইন্ডিয়ান পোস্ট অফিস (Indian Post Office)। গ্রাহকদের সুবিধার্থে পোস্ট অফিসে যে নয়া স্কিম গুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম ও জনপ্রিয় স্কিম হল জাতীয় সঞ্চয় শংসাপত্র বা NSC স্কিম।
সাধারণত, অল্প সময়ে উচ্চ সুদের হার ও নিজের কষ্টার্জিত অর্থ একেবারে নির্দ্বিধায় বিনিয়োগ করার জন্য এই স্কিম একেবারে যথাযথ। জানিয়ে রাখি, ভারতীয় পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলে মেয়াদ শেষ মোট টাকার রিটার্ন পাওয়া যায়। সঙ্গে রয়েছে আরও বেশ কিছু সুবিধা।
সর্বনিম্ন কত টাকা থেকে বিনিয়োগ করা যায়?
ভারতীয় পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করার ক্ষেত্রে সর্বনিম্ন 1000 টাকা থেকে সঞ্চয় করা যায়। ভারতের যেকোনও নাগরিক এই স্কিমের অধীনে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাছাড়াও, এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট খোলারও সুবিধা রয়েছে।
স্কিমের বড় সুবিধা
ভারতীয় পোস্ট অফিস জানাচ্ছে, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমটিতে চাইলে একসাথে 3 জনও বিনিয়োগ করতে পারেন। সে ক্ষেত্রে 3 জন বিনিয়োগকারী বা বিনিয়োগকারীনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। বলা বাহুল্য, ভারতীয় পোস্ট অফিসের এই স্কিমে নিজের সন্তানের জন্য বিনিয়োগ করতে পারেন অভিভাবকরা। এছাড়াও মাত্র 10 বছর বয়স হলেই একজন শিশু নিজের নামে NSC কিনতে পারবে। সেই সাথেই খোলা যাবে NSC অ্যাকাউন্টও।
পোস্ট অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই জনপ্রিয় স্কিমটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল, নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করার পর মোটা রিটার্ন পেতে খুব একটা বেশি অপেক্ষা করতে হয় না। জানা যাচ্ছে, মাত্র 5 বছরের মধ্যে সঞ্চিত অর্থের ওপর ভারি সুদ দেয় পোস্ট অফিস।
সে ক্ষেত্রে মোট অর্থে আরোপিত সুদের হার বিনিয়োগের সময়ের সুদের হারের ওপর নির্ভর করে। অর্থাৎ একজন বিনিয়োগকারী যে সময়ে বিনিয়োগ করেছিলেন সেই সময়ের সুদের হার অনুযায়ী মেয়াদ শেষে রিটার্ন পাবেন তিনি। এছাড়াও সঞ্চিত অর্থের ওপর অতিরিক্ত কর ছাড় দেয় পোস্ট অফিস। বলে রাখি, প্রতিবছর দেড় লক্ষ টাকা পর্যন্ত সঞ্চিত অর্থের ওপর কর ছাড় পেতে পারেন গ্রাহক।
10 লক্ষ টাকায় কত টাকা পাওয়া যাবে?
একজন বিনিয়োগকারী যদি ভারতীয় পোস্ট অফিসের NSC স্কিমে 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন। সে ক্ষেত্রে 7.7 শতাংশ সুদের হারে মেয়াদ শেষে মোট টাকা রিটার্ন পাবেন। খোলসা করে বলতে গেলে, পোস্ট অফিসের এই স্কিমে 7.7 শতাংশ সুদের হার অনুযায়ী 10 লাখ টাকার ওপর প্রায় সাড়ে চার লাখ টাকা সুদ পাবেন। অর্থাৎ 5 বছরের মেয়াদে সুদ আসল মিলিয়ে মোট সঞ্চিত অর্থের পরিমাণ হবে প্রায় 14 লাখ 50 হাজার। ভাবা যায়!
অবশ্যই পড়ুন: এক মরসুমেই ৪৯ গোল! মোহনবাগানের জার্সি গায়ে ISL খেলতে চান রানাঘাটের তরুণ
উল্লেখ্য, ভারতীয় পোস্ট অফিসের এই NSC স্কিমে এক ধাপে সর্বোচ্চ 5 বছরের জন্য বিনিয়োগ করা যায়। জানিয়ে রাখি, এই নির্দিষ্ট মেয়াদ শেষের আগে সঞ্চিত অর্থ থেকে কানাকড়িও তুলতে পারবেন না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |