Indiahood-nabobarsho

দেশের কোনও ফুটবলারকেই আর সই করাতে পারবে না মোহনবাগান! ঝটকা দিল ফিফা

Published on:

Mohun Bagan will not be able to sign any more Indian footballers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানের (Mohun Bagan) উদ্দেশ্যে বড় নির্দেশিকা ফিফার। জানানো হয়েছে, আপাতত আর কোনও দেশি ফুটবলার সই করাতে পারবে না সবুজ মেরুন। শোনা যাচ্ছে, টেকনিক্যাল কিছু সমস্যার কারণে নতুন ফুটবলার সই করানো নিয়ে নির্বাসন দেওয়া হয়েছে বাগানকে। তবে খুব শীঘ্রই এই নির্বাসন কাটিয়ে ফের নতুন দেশীয় ফুটবলার সই করবে মোহনবাগান, এমনটাই আশা গঙ্গা পাড়ের ক্লাব কর্তাদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সোমবারই চিঠি পেয়েছে মোহনবাগান

সম্প্রতি ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি দেশের তুখড় ফুটবলারদের সই করানো নিয়ে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে একটি কড়া চিঠি দিয়েছে। চিঠিতে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, আপাতত দেশের কোনও ফুটবলারকেই সই করাতে পারবে না মোহনবাগান। সূত্রের খবর, সোমবার বেলা গড়াতেই সেই চিঠি এসে পৌঁছেছে বাগান ক্লাবে। তবে প্রশ্ন উঠছে, কেন আচমকা বাগানের বিরুদ্ধে এত কঠোর হল ফিফা?

হঠাৎ কেন এমন সমস্যায় পড়ল মোহনবাগান?

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, বাগানের অজি বিশ্বকাপার জেসন কামিংসের জন্যই নাকি এমন সমস্যায় ভুগতে হচ্ছে সবুজ মেরুনকে। শোনা যাচ্ছে, কামিংসকে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে ট্রান্সফার ফি-তে সই করানোর সময় চুক্তি অনুযায়ী ট্রেনিং কমপেনসেশন ফি মেটানোর কথা ছিল মোহনবাগানের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কিন্তু শোনা যাচ্ছে, ফুটবলারকে সই করিয়ে নিয়েও কথা মতো কামিংসের পুরনো দলের টাকা এখনও বাকি রেখেছে মোহনবাগান! মূলত সেই অর্থ জমা না দেওয়ার কারণেই মোহনবাগানকে ভারতীয় ফুটবলার সই করানো থেকে আপাতত নির্বাসিত করল ফিফা।

ট্রেনিং কমপেনসেশন ফি মেটানোর চেষ্টা করেছিল মোহনবাগান!

বেশ কিছু ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, কামিংসকে সই করানোর পর কথামতো ফিফার ক্লিয়ারিং হাউসে আবেদন করে সমস্যা মেটানোর চেষ্টা করেছিল মোহনবাগান। তবে শোনা যায়, সেই সময়ে ফিফার তরফে কোনও রকম উত্তর আসেনি। পরবর্তীতে নাকি আরও দুবার ফিফার সাথে যোগাযোগ করে ঠিক কোন উপায়ে বাকি অর্থ মেটানো যায় তা জানার চেষ্টা করেছিল বাগান। সূত্র বলছে, এই চেষ্টাও আমলে নেয়নি ফিফা।

অবশ্যই পড়ুন: রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১ রানে সম্মান রক্ষা! প্লে অফের অঙ্ক কতটা সহজ হল KKR-র?

তবে শোনা যাচ্ছে, নির্বাসনের খবর পেতেই ফের আরও একবার ফিফার সাথে যোগাযোগ করেছে বাগান। সূত্রের খবর, দীর্ঘ বাক্য চালাচালির পর শীঘ্রই নির্বাসন তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে ফিফা। যদিও বাগানকে ক্ষতিপূরণ বাবদ কমপক্ষে 10 থেকে 15 লাখ টাকা দিতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group