বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ চোট যন্ত্রণা কাটিয়ে গত চ্যাম্পিয়নস ট্রফিতে বল হাতে দেশের হয়ে আগুন ঝরিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। সেই যাত্রায় দলকে জগৎ শ্রেষ্ঠ বানিয়ে বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ কাঁপাচ্ছেন শামি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুম শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফরে যাবে ভারতীয় দল। সেখানে শামির থাকাটা এক প্রকার পাকা বলেই মনে করছেন ভক্তরা। এহেন আবহে, খুনের হুমকি পেলেন শামি। সূত্রের খবর, ইমেল মারফত ভারতীয় পেসারকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
হুমকির খবর নিশ্চিত করেছেন শামির দাদা
বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, রবিবার দুপুর নাগাদ ইমেলে মহম্মদ শামিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলেই জানিয়েছেন ভারতীয় পেসারের দাদা হাসিব। শোনা যায়, হুমকি পেতেই তড়িঘড়ি আমরোহা পুলিশ স্টেশনে সে বিষয়ে অভিযোগ দায়ের করা হয়।
ভারতীয় ক্রিকেটারের পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে শামির দাদা জানিয়েছেন, রবিবার দুপুর নাগাদ একটি হুমকি মেইল আসে। সেখানেই শামিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলেই খবর। শুধু তাই নয়, সূত্র বলছে মুক্তিপণ বাবদ শামির পরিবারের কাছে 1 কোটি টাকা দাবি করা হয়েছে। কিন্তু ঠিক কী কারণে এমন হুমকি সেই তথ্য প্রকাশ্যে আনেনি শামির পরিবার।
অবশ্যই পড়ুন: দেশের কোনও ফুটবলারকেই আর সই করাতে পারবে না মোহনবাগান! ঝটকা দিল ফিফা
প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন শামি। তবে দলে থাকলেও এ যাত্রায় নিয়মিত নন তিনি। গতকাল দিল্লির বিরুদ্ধে অমীমাংসিত ম্যাচে প্রথম একাদশে জায়গা পাননি শামি। কারণটা অবশ্য, ভারতীয় তারকার ফিটনেস। বর্তমানে ফিটনেস নিয়ে বেশ খানিকটা ঝক্কি পোয়াতে হচ্ছে তারকা পেসারকে। তার ওপর প্রাণ নাশের হুমকি শামির চিন্তা বাড়াল, এতে কোনও অবকাশ নেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |